ঢাকা, শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪, ৪ঠা আশ্বিন ১৪৩১

ব্রাহ্মণবাড়িয়ায় খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

এইচ.এম. সিরাজ, ব্রাহ্মণবাড়িয়া | প্রকাশের সময় : মঙ্গলবার ২০ ডিসেম্বর ২০২২ ০৯:৪০:০০ অপরাহ্ন | দেশের খবর
 
 
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় মহান মুক্তিযুদ্ধে অবদান রাখা খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দিয়েছে বিজিবি। মঙ্গলবার (২০ ডিসেম্বর) দুপুরে সদর উপজেলার সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) ক্যাম্পে আটজন বীর উত্তম, বীর বিক্রম, বীর প্রতীকদের উত্তরাধিকারিগণদেরকে ৬০ বিজিবি'র ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মুহাম্মদ নরুল আবছার সংবর্ধনা স্মারক এবং উপহার সামগ্রী প্রদান করেন।
 
 
বিজিবি'র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান লায়ন ফিরোজুর রহমান ওলিও, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. জিয়াউল হক মীর, আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা অংগ্যজাই মারমা, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জাবেদ রহিম বিজন প্রমূখ উপস্থিত ছিলেন। সংবর্ধণা প্রাপ্তরা হলেন, হাবিবুর রহমান (বীর উত্তম), আব্দুস সালাম (বীর বিক্রম), শহীদ আব্দুল মালেক (বীর বিক্রম), শহীদ গোলাম রসুল (বীর বিক্রম), আবু তাহের (বীর প্রতীক), শহীদ শামসুল হক (বীর বিক্রম), সাইদুল হক (বীর প্রতীক), আব্দুল মালেক (বীর প্রতীক)। তাঁরা সবাই বিজিবিতে (তৎকালীন ইপিআর) কর্মরত ছিলেন।(ছবি : মেইলে সংযুক্ত)