ঢাকা, রবিবার ৯ ফেব্রুয়ারী ২০২৫, ২৭শে মাঘ ১৪৩১

গর্তে ঢুকিয়ে তরুণীকে পুড়িয়ে হত্যা, যুবলীগ নেতার ছেলে আটক

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া | প্রকাশের সময় : মঙ্গলবার ২৪ ডিসেম্বর ২০২৪ ০২:২৩:০০ অপরাহ্ন | দেশের খবর

ব্রাহ্মণবাড়িয়ায় মাটির গর্তে ঢুকিয়ে একজনকে পুড়িয়ে হত্যা করা হয়েছে। পুলিশ মরদেহ উদ্ধার পর দেখা গেছে, ভিকটিমের শরীরের বেশির ভাগ অংশ পুড়ে গেছে, মাথার অবশিষ্ট কিছু ছিল না। মরদেহটি নারী নাকি পুরুষের তা নিশ্চিত না হওয়া গেলেও হাতে চুরি থাকায় তা কোনো তরুণীর বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় এক যুবককে আটক করা হয়েছে।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকালে জেলার আখাউড়ার গাজীর বাজার এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

আটক যুবকের নাম ফারহান রনি। সে উপজেলার দক্ষিণ ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক শাহনেওয়াজ ভুইয়ার ছেলে এবং এলাকার চিহ্নিত মাদক কারবারি।

প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার গাজীর বাজার এলাকার এক ব্যক্তির বাড়ি থেকে রাজহাঁস চুরি হয়। মঙ্গলবার সকাল সাতটার দিকে হাঁস খুঁজতে এসে শাহনেওয়াজ ভুঁইয়ার জায়গায় পরিত্যক্ত টিনের ভাঙা ঘর থেকে ধোঁয়া ও গন্ধ বের হতে দেখেন। ঘরের ভিতর থাকা ফারহান রনি বলেন পাতা পোড়াচ্ছেন। কিন্তু তার কথায় বিশ্বাস না হলে হাঁসের মালিক দুই ভাই এনামুল ও রোমান এবং তাদের চাচাতো ভাইকে নিয়ে ঘরের ভেতরে কী হচ্ছে তা দেখতে চায়। এ সময় ফারহান ক্ষুব্ধ হয়ে তাদের মারার হুমকি দেয়। এতে সন্দেহ আরও বাড়ে। পরে গ্রামের লোকজন গিয়ে গর্তে পুড়তে থাকা মরদেহ দেখতে পান। পুলিশকে খবর দিলে মরদেহটি উদ্ধার করা হয়।

এ বিষয়ে আখাউড়া থানার পরিদর্শক (তদন্ত) শাহীনূর ইসলাম জানান, একজনকে পুড়িয়ে ফেলা হয়েছে। মরদেহের বেশিরভাগ অংশ পুড়ে গেছে। সে তিনি পুরুষ না নারী তা বোঝা যাচ্ছে না। পরিচয় শনাক্তে সিআইডি ও পিবিআইকে খবর দেওয়া হয়েছে।

বায়ান্ন/প্রতিনিধি/একে