ঢাকা, বুধবার ১২ ফেব্রুয়ারী ২০২৫, ৩০শে মাঘ ১৪৩১

ব্রাহ্মণবাড়িয়ায় র‌্যাবের পৃথক অভিযানে ২ মাদক কারবারি আটক

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া | প্রকাশের সময় : শুক্রবার ২০ ডিসেম্বর ২০২৪ ১১:৫৩:০০ পূর্বাহ্ন | দেশের খবর

র‌্যাব-৯ এর পৃথক অভিযানে ব্রাহ্মণবাড়িয়া থেকে ১০০ কেজি গাঁজাসহ ২ জন মাদক কারবারিকে গ্রেফতার করে।

(১৯ ডিসেম্বর) বৃহস্পতিবার দুপুরে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-৯।

বিজ্ঞপ্তিতে আরোও জানান, এর আগে বৃহস্পতিবার রাতে জেলার সদর থানাধীন খাটিহাতা বিশ্ব রোড এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৩০.১ কেজি গাঁজাসহ কিশোরগঞ্জের মিঠামইন হোসেনপুর এলাকার মো: রহমত আলীর ছেলে মোঃ সুরুজ মিয়াকে গ্রেফতার করে। পৃথক আরেক অভিযানে সকালে জেলার কসবা থানাধীন কাইয়ুমপুর এলাকায় অভিযান পরিচালনা করে ৭০.৫ কেজি গাঁজাসহ মোঃ সানু মিয়া (৬০) গ্রেফতার করে। সে একই এলাকার মৃত আব্দুর রশিদ মিয়ার ছেলে।

আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত ব্যক্তিদ্বয় ও জব্দকৃত আলামতসংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।