ঢাকা, শনিবার ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ই আশ্বিন ১৪৩১

ভালুকায় ৩ কোটি ৬ লক্ষ টাকার ৩টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন

এস.এম জাহাঙ্গীর আলম : | প্রকাশের সময় : শনিবার ১৮ ফেব্রুয়ারী ২০২৩ ১০:০৪:০০ পূর্বাহ্ন | দেশের খবর

ময়মনসিংহের ভালুকার বরাইদ গ্রামে শহীদ শামসউদ্দিন স্কুল অ্যান্ড কলেজের চারতলা বিশিষ্ট নতুন ভবন, লোহাবই আব্দুল হেকিম সরকার বালিকা উচ্চ বিদ্যালয়ের শ্রেণীকক্ষ এবং বরাইদ বাজার থেকে রামপুর দাখিল মাদ্রাসা পর্যন্ত রাস্তাসহ ৩ কোটি ৬ লক্ষ টাকার মোট ৩টি উন্নয়ন প্রকল্পের শুভ উদ্বোধন করা কয়েছে । বৃহস্পতিবার (১৬ ফেক্রুয়ারী) বিকালে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই উন্নয়ন প্রকল্প গুলোর শুভ উদ্বোধন করেন। পরে তিনি এক আলোচনা সভায় বক্তব্যকালে তিনি বলেন বঙ্গবন্ধুর স্বপ্নের স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে বর্তমান সরকার শত বছরের মহা কর্মপরিকল্পনা গ্রহন করেছে। আর নতুন প্রজন্মই হচ্ছে সেই স্মার্ট বাংলাদেশ গড়ার কারিগর। মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আরও বলেন পৃথিবীতে এমন কোন দেশ নেই, যে দেশের সরকার স্কুলের ছাত্র/ছাত্রীদের বিনামূল্যে বই দেন । বর্তমান প্রধান মন্ত্রী শেখ হাসিনা তা করে বিশ^কে দেখিয়ে দিয়েছেন । যদি একটি দেশ এমন নজির দেখাতে পারেন তাহলে তিনি ওই দেশের গোলামী করবেন বলেও জানান তিনি। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, স্থানীয় সংসদ সদস্য আলহাজ¦ কাজিম উদ্দিন আহমেদ ধনু এমপি, উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ আবুল কালাম আজাদ,উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট শওকত আলী ভালুকা উপজলা পরিষদের ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু প্রমুখ। অনুষ্ঠনের সভাপতিত্ব করেন শহীদ শামসউদ্দিন স্কুল অ্যান্ড কলেজ পরিচালনা পরিষদের সভাপতি আকতার হোসেন। এর আগে মুক্তিযুদ্ধ মন্ত্রী অনুষ্ঠানস্থলে উপস্থিত হলে ভালুকা মডেল থানা পুলিশের একটি চৌকষ দল মন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করেন। #