ঢাকা, রবিবার ২৪ নভেম্বর ২০২৪, ১০ই অগ্রহায়ণ ১৪৩১

ভোলার ১২ ইউপিতে চেয়ারম্যান পদে ৬৬ জনের মনোনয়ন বৈধ

ভোলা প্রতিনিধিঃ | প্রকাশের সময় : রবিবার ১২ ডিসেম্বর ২০২১ ০৪:৩৭:০০ অপরাহ্ন | দেশের খবর

ভোলা সদর উপজেলা ইউপি নির্বাচনে গত কাল (১২ ডিসেন্বর) রবিবার মনোয়ন বাছাইয়ে ৬৬ জন চেয়ারম্যান পদ প্রার্থীকে বৈধ ঘোষনা করা হয়েছে। আগামী ৫ই জানুয়ারী ওই ইউনিয়নে ভোট অনুষ্ঠিত হবে। ৫ম ধাপের ইউপি নির্বাচনের ৯ ডিসেন্বর প্রার্থীরা মনোনয়ন দাখিল করেন। 

নির্বাচন অফিসের তথ্যমতে বাছাইয়ে সদর উপজেলার ১২ ইউপিতে চেয়ারম্যান পদে ৬৬, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৬৭ ও পুরুষ সদস্য পদে ৫৯৯ জনে মনোনয়ন বৈধ হয়েছে।

পশ্চিম ইলিশায়-চেয়ারম্যান পদে ৫,সংরক্ষিত মহিলা সদস্য ১৫, পুরুষ সদস্য পদে ৪৭। আলীনগর-চেয়ারম্যান পদে ৪, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১০, পুরুষ সদস্য পদে ৩৯। পূর্ব ইলিশা-চেয়ারম্যান পদে ৯, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৭, পুরুষ সদস্য পদে ৬৪। উত্তর দিঘলদীতে চেয়ারম্যান পদে ৪, সংরক্ষিত মহিলা সদস্য ১৯, পুরুষ সদস্য পদে ৬৬। চর সামাইয়া চেয়ারম্যান পদে ৩, সংরক্ষিত মহিলা সদস্য ১১, পুরুষ সদস্য ৪০। দক্ষিণ দিঘলদীতে চেয়ারম্যান পদে ৩, সংরক্ষিত মহিলা সদস্য ১০, পুরুষ সদস্য ৫৩। ধনিয়ায় চেয়ারম্যান পদে ৬, সংরক্ষিত মহিলা সদস্য ১৩, পুরুষ সদস্য ৪৩। বাপ্তা চেয়ারম্যান পদে ৬, সংরক্ষিত মহিলা সদস্য ১৪, পুরুষ সদস্য পদে ৫১। ভেদুরিয়ায় চেয়ারম্যান পদে ৬, সংরক্ষিত মহিলা সদস্য ১৩, পুরুষ সদস্য পদে ৫১। ভেলুমিয়ায় চেয়ারম্যান পদে ৭, সংরক্ষিত মহিলা সদস্য ১৫, পুরুষ সদস্য ৫৩। রাজাপুরে চেয়ারম্যান পদে ৪, সংরক্ষিত মহিলা সদস্য ১৫, পুরুষ সদস্য ৩৮। শিবপুর চেয়ারম্যান পদে ৯, সংরক্ষিত মহিলা সদস্য ১৫, পুরুষ সদস্য পদে ৫৪ জনে।