ঢাকা, শুক্রবার ২৯ নভেম্বর ২০২৪, ১৪ই অগ্রহায়ণ ১৪৩১

ভোলায় ওসি তদন্ত আরমানসহ ৪৬ পুলিশের বিরুদ্ধে আরো একটি হত্যা মামলা

ভোলা প্রতিনিধি : | প্রকাশের সময় : বৃহস্পতিবার ১১ অগাস্ট ২০২২ ০৭:৫৩:০০ অপরাহ্ন | দেশের খবর

ভোলার জেলা ছাত্রদল সভাপতি নুরে আলমকে হত্যার দায়ে ৪৬ পুলিশকে আসামী করে হত্যা মামলা দায়ের করা হয়েছে ভোলার চীপ জুডিশিয়াল মেজিষ্ট্রেট আদালতে। ১১ আগষ্ট বৃহস্পতিবার দুপুরে নূরে আলমের স্ত্রী ইশাফাক জাহান বাদী হয়ে পুলিশ পরিদর্শক আনিস উদ্দিনকে ১ নং ও ওসি(তদন্ত)আরমান হোসেনকে ২ নং আসামী করে ৪৬ পুলিশের বিরুদ্ধে এই মামলা দায়ের করেন । 

আদালত সূত্র থেকে জানাযায়, আদালত মামলাটি আমলে নিয়ে আগামী ৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার পোসমর্টেম রিপোর্ট সহ সকল কাগজপত্র জামাদানের নির্দেশ দিয়েছেন ভোলা সদর মডেল থানার ভার প্রাপ্ত কর্মকর্তাকে। ওই দিনই মামলার শুনানী দিন ধার্য করা হয়েছে।

গত ৩১ জুলাই ভোলায় বিএনপির সমাবেশে নেতা-কর্মীদের উপর গুলি চালায় পুলিশ। ওই দিনই ভোলা সদর হাসপাতালে নিহত হয়  সেচ্ছাসেবক দলের নেতা আব্দুর রহিম। এই ঘটনায় নিহত রহিমের স্ত্রী খাদিজা ৪ আগষ্ট বৃহস্পতিবার ৩৬ পুলিশের বিরুদ্ধে মামলা করেন। ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় ৩ আগষ্ট জেলা ছাত্রদল সভাপতি নূরে আলমের মৃত্যু হয়। ঘটনার ৯ দিন পর ১১ আগষ্ট নিহত আলমের স্ত্রী এই মামলা করেন। এনিয়ে পুলিশের বিরুদ্ধে ২টি মামলা হয়েছে।