ঢাকা, সোমবার ২৯ এপ্রিল ২০২৪, ১৫ই বৈশাখ ১৪৩১

মনিরামপুরে ককটেল বিষ্ফোরণে দুই শিশু আহত, ৮টি তাজা ককটেল উদ্ধার

মনিরামপুর প্রতিনিধি : | প্রকাশের সময় : বৃহস্পতিবার ৭ মার্চ ২০২৪ ০৮:১১:০০ অপরাহ্ন | দেশের খবর

পরিত্যক্ত একটি বাড়িতে খেলা করতে গিয়ে পাওয়া ককটেল বিষ্ফোরণে আরজু হোসেন (৮) ও মাইমুন আহম্মেদ (৪) নামের দুই শিশু গুরুত্বর আহত হয়েছে। বৃহস্পতিবার (০৭ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে যশোরের মনিরামপুর উপজেলার ফতেয়াবাদ গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে আরো ৮টি তাজা ককটেল উদ্ধার করেছেন। আহত দুই শিশুকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় লোকজন। পুলিশ ও এলাকাবাসি জানায়- আরজু এবং মাইমুন আহম্মেদ এ গ্রামের মহিদুল ইসলামের পরিত্যক্ত বাড়িতে খেলা করছিল। এ সময় আবর্জনার মধ্যে পড়ে থাকা একটি কৌটা নিয়ে খেলার এক পর্যায় বিষ্ফোরণ ঘটলে তারা গুরুত্বর আহত হয়। প্রতিবেশীরা  জানান- আহত আরজুর বাম হাতের আংশিক ককটেলের আঘাতে উড়ে গেছে। তাছাড়া তার শরীরের বিভিন্ন অংশ ঝলসে গেছে। চার বছর বয়সের মাইমুন আহম্মেদের মুখ ও দু’চোখসহ শরীর ঝলসে গেছে। স্থানীয়রা জানিয়েছেন- আহত আরজু এ গ্রামের আসলাম সরদারের ছেলে এবং মাইমুন বাবলুর রহমানের ছেলে। স্থানীয়রা আরো জানায়- খবর পেয়ে মনিরামপুর থানা পুলিশ ঘটনাস্থলে যান। এ সময় পরিত্যক্ত ওই ঘর থেকে একটি পলিথিন ব্যাগ ভর্তি অবস্থায় তাজা ৮টি ককটেল উদ্ধার করেন। আহত দুই শিশুকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে জানতে চাইলে মনিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এবিএম মেহেদি মাসুদ বিষয়টি নিশ্চিত করে জানান- ঘটনাস্থল থেকে ৮টি তাজা ককটেল উদ্ধার করা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত কোন মামলা এবং কেউ আটক হয়নি।