ঢাকা, রবিবার ২৮ এপ্রিল ২০২৪, ১৫ই বৈশাখ ১৪৩১

মাদকাসক্তদের স্বাভাবিক জীবনে ফেরার ঝিনাইদহের একমাত্র প্রতিষ্ঠান নবঊষা মাদকাসক্তি পূনর্বাসন কেন্দ্র

বসির আহাম্মেদ, ঝিনাইদহ : | প্রকাশের সময় : বুধবার ১৩ মার্চ ২০২৪ ০৪:৫৬:০০ অপরাহ্ন | দেশের খবর

“জীবনকে ভালবাসুন, মাদক থেকে দুরে থাকুন” এ শ্লোগানে ঝিনাইদহ-কুষ্টিয়া সড়কে কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট এর সামনে ২০২১ সালে মাদক মুক্ত সুন্দর জীবন গড়ার লক্ষে নবঊষা মাদকাসক্তি পূনর্বাসন কেন্দ্রের যাত্রা শুরু হয়।
নবঊষা মাদকাসক্তি পূনর্বাসন কেন্দ্রের নির্বাহী পরিচালক খালেছুর রহমান খান জানান, মাদক মুক্ত সুন্দর জীবন গড়ার উদ্দেশ্য নিয়ে এ প্রতিষ্ঠানের কার্যক্রম শুরু হয়। বর্তমানে ঝিনাইদহ, মাগুরা, কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা ও গোপালগঞ্জ জেলার বিভিন্ন বয়সী ১৬ জন মাদকাসক্ত পুরুষ চিকিৎসা সেবা নিচ্ছে। তাদের বিশেষজ্ঞ চিকিৎসকদ্বারা ৩ মাস মেয়াদী নিয়মিত চিকিৎসা সেবা প্রদান করা হয়।
সাবেক সেনা সদস্য আশরাফুজ্জামানের তত্তাবধানে সুশৃংখল ভাবে ৬ জন কর্মচারী বিভিন্ন বয়সী মাদকাসক্ত ব্যক্তিদের দেখভাল করে থাকেন। এছাড়াও প্রতিনিয়ত তাদের ঔষধ সেবন, খাবার খওয়ানোর পাশাপাশি সকল ব্যবস্থা করে থাকে। প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠার পর থেকে ২’শত ৯১ জন মাদকাসক্ত ব্যক্তি সেবা গ্রহণ করেছে। এর মধ্যে ১’শত ৬০ ব্যক্তি স্বাভাবিক জীবনে ফিরেছন।
তাদের মধ্যে রয়েছে ঝিনাইদহ শহরের হামদহ এলাকার রাজা, আনাস, হাটখোলার বর্ষন, মুজিব চত্তরের মেহেদী, আরাবপুরের সোহেল, শুরা পাড়ার তৌহিদ, শৈলকুপা উপজেলার প্রতীক ও হাটফাজিলপুর এলাকার সোহেল সহ বিভিন্ন জেলার আরও অনেকেই।
সম্প্রতি ঝিনাইদহের সিভিল সার্জন শুভ্রা রানী দেবনাথ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সালমা সেলিম, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মীর আবিদুর রহমান, জেলা সমাজসেবা কর্যালয়ের সহকারী পরিচালক মমিনুর রহমান, মাদকদ্রব্য নিয়ন্ত্রন কার্যালয়ের সহকারী পরিচালক গোলক মজুমদার প্রতিষ্ঠানের কার্যক্রম পরিদর্শন করেছেন।