মাদারীপুরের নির্বাচনী মাঠে আওয়ামী লীগের হেভিওয়েট প্রার্থীরা উত্তাপ ছড়াচ্ছে । এদিকে বিএনপি নির্বাচনী মাঠে না থাকলেও একাধিক হেভিওয়েট প্রার্থী মাদারীপুরের নির্বাচনী মাঠে রয়েছে। আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য শাজাহান খান, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দিন নাছিম, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুস সোবাহান গোলাপ, কেন্দ্রীয় সদস্য মো. আনোয়ার হোসেন, সাহাবুদ্দিন ফরাজী ও ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীসহ অর্ধডজন নেতা নির্বাচনী মাঠে রয়েছে।
কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাছিন একাই মাদারীপুরের দুটি আসনের মনোনয়ন ফরম কিনেছেন বলে জানা যায়। হেভিওয়েট নেতাদের মনোনয়ন প্রতিযোগীতার কারণে এখন মাদারীপুরের আলোচনার কেন্দ্র বিন্দুতে পরিণত হয়েছে। আওয়ামী লীগের মনোনয়ন পাওয়াই যেন তাদের প্রতিযোগীতার লড়াইয়ের প্রধান মূল লক্ষ্য হয়ে দাড়িয়েছে। প্রতিযোগীদের চেয়ে যার যার সমর্থকরাই যেন আলোচনাকে সরব করে রেখেছে এখন।
মাদারীপুর-১ (শিবচর) আসনে চিফ হুইপ নুর ই আলম চৌধুরী লিটন একক প্রার্থী হওয়ায় এই আসন নিয়ে তেমন কোন আলোচনা নেই। মাদারীপুর -২ আসনে (মাদারীপুর সদর ও রাজৈর ) মনোনয়ন কিনেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য শাজাহান খান। তিনি ৭ বার এ আসন থেকে এমপি নির্বাচিত হয়েছেন। এ আসনে মনোনয়ন ফরম কিনেছেন আওয়ামী লীগের আরেক কেন্দ্রীয় নেতা যুগ্ম সাধারণ সম্পাদক আ.ফ.ম বাহাউদ্দিন নাছিম। এর আগে তিনি মাদারীপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য ছিলেন। এছাড়াও মনোনয়ন ফরম কিনেছেন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী ও কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য শাহাবুদ্দিন ফরাজী।
স্থানীয় দাবি, মাদারীপুরের নির্বাচনী মাঠে কেন্দ্রীয় নেতাদের ছড়াছড়ি । মাদারীপুর-৩ আসনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেছেন ৫ জন মনোনয়ন প্রত্যাশী। মাদারীপুর-৩ আসনে বাহাউদ্দিন নাছিমের প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছেন কেন্দ্রীয় কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক ও বর্তমান সংসদ সদস্য ড.আব্দুস সোবাহান গোলাপ, কেন্দ্রীয় কমিটির সদস্য আনোয়ার হোসেন হাওলাদার ও সাবেক যোগাযোগ মন্ত্রী সৈয়দ আবুল হোসেনর ছোট ভাই ডাক্তার সৈয়দ আবুল হাসান। তাছাড়া বর্তমান কালকিনি উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর গোলাম ফারুকও মনোনয়ন কিনেছেন বলে যায়। মাদারীপুরের দুটি নির্বাচনী আসনেই শক্ত প্রার্থী বাহাউদ্দিন নাছিম। মাদারীপুর-২ নির্বাচনী আসনে তার প্রতিদ্বন্দ্বী শাজাহান খান ও মাদারীপুর-৩ নির্বাচনী এলাকায় তার প্রতিদ্বন্দ্বি হচ্ছে আব্দুস সোবাহান গোলাপ।
কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক কৃষিবিদ আ.ফ.ম বাহাউদ্দিন নাছিম ২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনে তিনি মাদারীপুর-৩ সংসদীয় আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। পরে নির্বাচনে তার স্থলে মনোনয়ন দেওয়া হয়েছিল বর্তমান সংসদ সদস্য ড.আব্দুস সোবাহান গোলাপকে।
মাসুদ রেজা ফিরোজী
মাদারীপুর জেলা প্রতিনিধি
দৈনিক বায়ান্ন
মোবাইল: 01716059727
ইমেইল: [email protected]
তারিখ: ২২/১১/২৩