মাদারীপুরে বিএনপির ডাকা ৪৮ ঘণ্টার হরতাল ঢিলেঢালাভাবে পালিত হচ্ছে। ৪৮ ঘণ্টার হরতালের প্রথমদিনের রবিবার (১৯ নভেম্বর) হরতালের পক্ষে-বিপক্ষে কোন মিছিল ও সভা-সমাবেশ অনুষ্ঠিত হতে দেখা যায়নি।
এসময়ে সড়কে সবধরণের যানবাহন চলাচল ছিল স্বাভাবিক। অফিস-আদালত, স্কুলকলেজ ও দোকানপাট খোলছিল। সড়কে চলাচলছিল অভ্যাতরীন রুটের বাসগুলোর। এদিকে দূরপাল্লার কিছু বাসেরও চলাচল ছিল। মাদারীপুরের জনসাধারণে স্বাভাবিক জীবনযাত্রা ছিল।
অটোরিক্সা চালক মালেক বলেন, অটোতে যাত্রী নিয়ে শহরের বিভিন্ন জায়গায় যাতায়াত করছি কোনো বাধার সম্মুখীন হয়নি। আগের দিনেরগুলোর মতোই চলাচল করছি।
একতরফা জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার প্রতিবাদে ও সরকার পতনের দাবিতে বিরোধ জোটের ডাকা সারাদেশব্যাপী ৪৮ ঘণ্টার হরতাল আজ থেকে শুরু হয়েছে। যা আগামী মঙ্গলবার (২১ নভেম্বর) ভোর ৬টা পর্যন্ত এ হরতালের কর্মসূচি চলবে।