কেন্দ্র ঘোষিত বিএনপির উদ্যোগে তিন বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুচিকিৎসার জন্য বিদেশ পাঠানো, গনতন্ত্র পুনরুদ্ধার ও তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার এক দফা দাবিতে আগামী (২৮শে অক্টোবর) ঢাকায় মহা-সমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এর পরিপ্রেক্ষিতে জেলা বিএনপির নির্দেশনায় মির্জাগঞ্জ উপজেলা বিএনপি প্রস্তুতিমুলক সভার আয়োজন করেন।
রবিবার (২৩ শে অক্টোবর) বিকাল ৩ টায় উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব শাহাবুদ্দিন নান্নু মুন্সির সভাপতিত্বে বক্তব্য রাখেন, সিঃ সহ-সভাপতি আহসানুল্লাহ পিন্টু সিকদার সহ-সভাপতি গোলাম ফারুক, যুগ্ম সাধারণ সম্পাদক হারুন অর রশিদ মুন্সি, দপ্তর সম্পাদক কামরুজ্জামান জুয়েল, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মল্লিক মাকসুদ আহমেদ বায়েজিদ, যুবদলের যুগ্ন আহ্বায়ক মিজানুর রহমান (সুজন), শহিদুজ্জামান শাহিন, ফেরদৌস হাসান সৌরভ, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইলিয়াস হোসেন, উপজেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক আতিকুল্লাহ (সোহাগ), রাজিব হোসেন, ছাত্রদলের সাধারণ সম্পাদক পদ প্রার্থী ইব্রাহিম হোসেন প্রমুখ। এ সময় উপজেলা বিএনপিসহ ৬টি ইউনিয়ন বিএনপিথর নেতাকর্মী উপস্থিত ছিলেন।]