ঢাকা, বুধবার ৮ জানুয়ারী ২০২৫, ২৫শে পৌষ ১৪৩১

মির্জাগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা

মির্জাগঞ্জ (পটুয়াখালী) সংবাদদাতা : | প্রকাশের সময় : বৃহস্পতিবার ৩১ অগাস্ট ২০২৩ ০৫:১১:০০ অপরাহ্ন | দেশের খবর

পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার  (৩১ আগস্ট) সকালে উপজেলা প্রশাসনিক হল রুমে কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়।

মির্জাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সাইয়েমা হাসানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কমিটির উপদেষ্টা ও মির্জাগঞ্জ উপজেলা পরিষদের চেয়্যারমান খান মোঃ আবু বক্কর সিদ্দিকী।

সভায় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জহিরুল ইসলাম জুয়েল, মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা হাবিব, মির্জাগঞ্জ থানার অফিসার ইনর্চাজ হাফিজুর রহমান, উপজেলা আওয়ামীলীগ এর সিনিয়র সহ- সভাপতি ইসমাইল হোসেন মৃধা, সাধারন সম্পাদক জসিম উদ্দিন জুয়েল ব্যাপারিসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভার শুরুতে উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাসহ সন্ত্রাস, মাদক ও চোরাচালান প্রতিরোধসহ বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনামুলক বক্তব্য দেন নির্বাহী কর্মকর্তা।