পটুয়াখালীর মির্জাগঞ্জে অগ্নিকাণ্ডে একটি আধাপাকা বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ১০ লক্ষাধিক টাকার ক্ষতিসাধন হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত পরিবার।
বুধবার (২২ নভেম্বর) মধ্যরাতে উপজেলার সুবিদখালী বাজারের বাঁধঘাট এলাকার শফিকুল ইসলামের বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, বুধবার দিবাগত রাতে শফিকুল ইসলামের প্রতিবেশী সালাম আকনের স্ত্রী হঠাৎ আগুনের পোড়া গন্ধ ও শব্দ পেয়ে ঘুম থেকে সজাগ হয়ে যায়। এরপর জানালা খুলে শফিকুলের ঘরে দাউদাউ করে আগুন জ্বলতে দেখে ডাক-চিৎকার দিলে স্থানীয়রা ও ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে প্রায় ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। কিন্তু ততক্ষণে আধাপাকা ঘরটি পুড়ে ছাই হয়ে যায়। ঘরে থাকা প্রয়োজনীয় কাগজ পত্রাদি ও যাবতীয় আসবাবপত্র মুহুতের মধ্য পুড়ে ছাই হয়ে যায়।
ক্ষতিগ্রস্ত শফিকুল ইসলাম বলেন, সোমবার রাতে খাবার খেয়ে পরিবারের সবাই ঘুমিয়ে পড়ি। মধ্যরাতে আমার ঘরে আগুন জ্বলে উঠলে পরিবার নিয়ে ঘর থেকে বেড়িয়ে যাই মূহুর্তের ভেতর সব পুড়ে ছাই হয়ে গেছে। আমার সব কিছু শেষ, এখন কিভাবে সংসার চলবে জানিনা। আমি সরকারের কাছে সাহায্য প্রার্থনা করছি।
মির্জাগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ফারুক হোসাইন হাওলাদার বলেন, আমরা খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে প্রায় ঘন্টাব্যাপী কাজ করে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি। প্রাথমিকভাবে মনে হচ্ছে বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।