ময়মনসিংহের মুক্তাগাছায় গ্রামীণ ব্যাংকের উদ্যোগে প্রায় সাড়ে ৫ হাজার ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়েছে। গ্রামীন ব্যাংকের প্রধান কার্যালয় কর্তৃক ২০২২ সালের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে উপজেলার তারাটী শাখার উদ্যোগে বুধবার এ চারা বিতরণ করা হয়।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে গ্রামীণ ব্যাংকের শাখা ব্যবস্থাপক মরিয়ম বেগমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন গ্রামীণ ব্যাংকের জোনাল ম্যানেজার আবুল বাশার সিকদার। অন্যান্যের মধ্যে ব্যাংকটির এরিয়া ম্যানেজার অসিত কুমার ভৌমিক, শাখার কর্মকর্তা-কর্মচারী বৃন্দ ও সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন।
গ্রামীণ ব্যাংকের সুবিধাভোগী সদস্যের মাঝে মোট ৫ হাজার ৬০০টি বিভিন্ন ফলজ ও বনজ বৃক্ষের চারা বিনামূল্যে বিতরণ করা হয়।
গ্রামীণ ব্যাংক চলতি মৌসুমে সারা দেশে ১০ লাখ গাছের চারা বিতরণ করার সিদ্ধান্ত নিয়েছে বলে ব্যাংকটির পক্ষ থেকে জানানো হয়েছে।