নানা আনুষ্ঠানিকতার মধ্যদিয়ে মুক্তাগাছায় পহেলা বৈশাখ বাংলা নববর্ষ বরণ করা হয়েছে। দিনটি স্মরণে সকালে মুক্তাগাছা উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মনসুর ও উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরব আলী শোভা যাত্রায় নেতৃত্ব দেন। শহীদ স্মৃতি সরকারী কলেজে ব্যাপক উৎসাহ উদ্দীপনায় বিভিন্ন আয়োজনের মধ্যদিয়ে পহেলা বৈশাখ পালিত হয়েছে। সকালে কলেজ অধ্যক্ষ প্রফেসর আলী ইদ্রীসের নেতৃত্বে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের হয়ে কলেজ ক্যাম্পাস প্রদক্ষিণ করে। এতে অন্যান্যের মধ্যে কলেজের উপাধ্যক্ষ প্রফেসর আব্দুল হালিম, শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক এসএম আনোয়ারুজ্জামান, প্রফেসর বিজন কুমার বসাক, শাহ মুহাম্মদ মাহফুজুল বারী, মোয়াজ্জেম হোসেন প্রমুখসহ শিক্ষক শিক্ষার্থীরা অংশ নেন। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এছাড়ও মুক্তাগাছা মহাবিদ্যালয়, হাজী কাশেম আলী মহিলা কলেজ, গাবতলী ডিগ্রি কলেজ, আরকে সরকারী হাই স্কুল, এনএন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, নবারুন বিদ্যানিকেতনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আনুষ্ঠানিকভাবে পহেলা বৈশাখ উদযাপিত হয়।
এদিকে দুই শতাধিক বছরের পূরনো রীতি অনুযায়ী উপজেলার জগন্নাথ বাড়ীতে পহেলা বৈশাখের দিন বাঁশাটি মেলা অনুষ্ঠিত হয়েছে।