ঢাকা, বৃহস্পতিবার ২৮ নভেম্বর ২০২৪, ১৩ই অগ্রহায়ণ ১৪৩১

মুক্তাগাছায় বক পাখি উদ্ধার করে অবমুক্ত করলেন ওসি

ময়মনসিংহ ব্যুরো : | প্রকাশের সময় : বুধবার ১৫ জুন ২০২২ ০২:৪৭:০০ অপরাহ্ন | দেশের খবর

ময়মনসিংহের মুক্তাগাছায় শিকারীর কাছ থেকে বক পাখি উদ্ধার করে অবমুক্ত করেছেন থানার অফিসার ইনচার্জ মোঃ মাহমুদুল হাসান। বুধবার সকালে থানার সামনে থেকে পাখিগুলোকে অবমুক্ত করা হয়।

মুক্তাগাছার থানা ও ডাকঘরের সামনে উচু গাছে কিছু বক পাখি আশ্রয় নিয়ে বাসা বাঁধে। সেখানে কিছু বক পাখি বাচ্ছা দিয়েছে। বুধবার এক শিকারী সেখান থেকে চারটি বক ধরে নিয়ে যাচ্ছিল। এমন সময় সেখানে পুলিশ আসতে দেখে সে পাখিগুলো ফেলে দৌড়ে পালিয়ে যায়। পরে মুক্তাগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ মাহমুদুল হাসান ৪টি বক পাখি উদ্ধার করে আকাশে উড়িয়ে দিয়ে অবমুক্ত করেন।

এব্যাপারে ওসি জানান, পাখিগুলো চুরি করে নিয়ে যাচ্ছিল। পুলিশের উপস্থিতি টের পেয়ে চোর সেগুলো ফেলে পালিয়ে যায়। পরে আমরা সেগুলোকে অবমুক্ত করি। এভাবে পাখি শিকার দন্ডনীয় অপরাধ।