ঢাকা, মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১২ই অগ্রহায়ণ ১৪৩১

মুক্তাগাছায় শিশু সুরক্ষার উপর আন্তঃধর্মীয় সংলাপ

ময়মনসিংহ ব্যুরো : | প্রকাশের সময় : রবিবার ২০ মার্চ ২০২২ ০৮:২২:০০ অপরাহ্ন | দেশের খবর

মুক্তাগাছায় শিশু সুরক্ষার উপর আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত হয়েছে। রবিবার স্থানীয় জেলা পরিষদ অডিটোরিয়ামে বিভিন্ন ধর্মীয় নেতৃবৃন্দ ও শিশু সংগঠনের নেতাদের অংশ গ্রহনে ওয়ার্ল্ডভিশন বাংলাদেশের মুক্তাগাছা সাউথ এপি এ অনুষ্ঠানের আয়োজন করে।

 অনুষ্ঠানে মুক্তাগাছা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম ইদ্রিছ আলী, জাতীয় মহিলা পরিষদ মুক্তাগাছা শাখার চেয়ারম্যান মলিনা রানী দত্ত, ইসলামী ফাউন্ডেশনের মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের মডেল কেয়ারটেকার মোঃ সাখাওয়াত হোসেন, ওয়ার্ল্ডভিশনের মাঠ পর্যায়ে স্পন্সরশিপ ও শিশু সুরক্ষা প্রকল্পের সমন্বয়ক উজ্জল বিশ্বাস, মুক্তাগাছা এপির প্রোগ্রাম অফিসার মার্সেল রংদী, স্পন্সরশিপ ও শিশু সুরক্ষা কর্মকর্তা টিটুস হাচ্ছা, প্রোগ্রাম অফিসার বেলী ম্রং প্রমুখ বক্তব্য রাখেন। এতে ৪টি ইউনিয়ন থেকে বিভিন্ন মসজিদের ইমাম, ধর্মীয় শিক্ষক, মন্দিরের পুরোহিত, শিশু সংগঠনের নেতারা অংশ নেন।