ঢাকা, সোমবার ৩ ফেব্রুয়ারী ২০২৫, ২০শে মাঘ ১৪৩১

মুরাদনগরে ৩ মাসে প্রশাসনের অভিযানে প্রায় ২০ লক্ষ টাকা জরিমানা আদায়

শাহ আলম জাহাঙ্গীর, মুরাদনগর | প্রকাশের সময় : শনিবার ১৮ জানুয়ারী ২০২৫ ০৯:৫৩:০০ পূর্বাহ্ন | দেশের খবর

কুমিল্লার মুরাদনগর উপজেলা প্রশাসনের বিভিন্ন অভিযানে গত ৩ মাসে প্রায় ২০ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। 

জানা যায়, ২০২৪ সালের অক্টোবর মাস থেকে ৩১শে ডিসেম্বর পর্যন্ত তিন মাসে উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উভয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট পৃথক ভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই জরিমানার অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা করেন।

এসব ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ সংশোধিত ২০২৩, সড়ক ও পরিবহন আইন ২০১৮, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯, বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫, পণ্য পাটজাত দ্রব্য মোড়কের বাধ্যতামূলক আইন ২০১০, স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ আইন ২০০৯, ধুমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ আইন ২০০৫ এর বিভিন্ন ধারায় এসব অর্থ দন্ড প্রদান করা হয়।

মুরাদনগর উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোবাইল কোর্ট রেজিস্ট্রার সূত্রে জানা যায়, বর্তমান উপজেলা নির্বাহী অফিসার আব্দুর রহমান যোগদানের পর থেকে গত ২০/১১/২০২৪ থেকে ৩১শে ডিসেম্বর পর্যন্ত মোবাইল কোর্ট আইনের বিভিন্ন ধারায় ৪০টি মামলায় ২,৯৯,৯০০/-টাকা জরিমানা আদায় করা হয়েছে। 

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাছান খাঁন জানিয়েছেন, তিনি যোগদানের পর ০৫/১০/২০২৪  থেকে ৩১/১২/২০২৪  পর্যন্ত ৪৮ টি মামলায় ৫৩ জনের নিকট থেকে সর্বমোট ১৬,৬৬,১৫০/-টাকা জরিমানা আদায় করেছেন। দিনে এবং রাতে বিভিন্ন স্থানে অভিযানকালে  ১১০ টি ড্রেজার বিনষ্ট বা অপসারণ করা হয়েছে। ৯৫ হাজার পাইপ ভেঙে বিনষ্ট করা হয়। এছাড়াও জমির ঊর্বর মাটি কাটার কাজে ব্যবহৃত এক্সেভেটর (ভ্যাকু) এবং মাটি পরিবহনের ৬০টি ট্রাক্টর মুচলেকা দিয়ে সরিয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি এক্সেভেটর ব্যবহৃত ১০টি ব্যাটারি জব্দ করা হয়। 

সুপ্রিম কোর্টের আইনজীবী এড: এ কে আজাদ উজ্জ্বল জানান, অনেকেই ড্রেজারে ক্ষতিগ্রস্ত জমি ভরাট করে পূর্বের অবস্থায় ফিরিয়ে আনতে জমির দাগ মৌজা উল্লেখ করে ইউএনও এবং এসি ল্যান্ডের নিকট আবেদন করেছেন। প্রশাসন মহামান্য আদালতের প্রদানকৃত নির্দেশনা মতে মাটি দিয়ে ভরাটের ব্যবস্থা নিতে আইনত বাধ্য হলেও এখন পর্যন্ত ড্রেজারের অবৈধ গর্ত ভরাট করে কৃষিজমি পূর্বাবস্থায় ফিরিয়ে দিতে মহামান্য হাইকোর্টের রিট ১৪১০৮/২২ মোকদ্দমার নির্দেশনামত তেমন পদক্ষেপ নেয়া হয়নি। মুরাদনগর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুর রহমান বলেন, এই ধরনের অভিযান আগামীতে আরো জোরদার ও অব্যাহত থাকবে।

বায়ান্ন/প্রতিনিধি/পিএইচ