ঢাকা, রবিবার ২৪ নভেম্বর ২০২৪, ১০ই অগ্রহায়ণ ১৪৩১

মোংলায় মুক্তিযোদ্ধার বাড়ী হামলা, ভাংচুর ও লুটপাট

আলী আজীম, মোংলা (বাগেরহাট) : | প্রকাশের সময় : শুক্রবার ৯ অগাস্ট ২০২৪ ০৩:৩০:০০ অপরাহ্ন | খুলনা

মোংলায় এক মুক্তিযোদ্ধার বাড়ীতে হামলা, ভাংচুর ও লুটপাট চালিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (৮ আগষ্ট) রাতে উপজেলার সোনাইলতলা ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের বড় সোনাইলতলা গ্রামে এ ঘটনা ঘটে। ফের হামলা-লুটপাটের আশংকায় চরম আতংকে ওই মুক্তিযোদ্ধা পরিবারসহ পুরো গ্রামবাসী। 

 

মুক্তিযোদ্ধা মান্নান সরদারের পরিবার জানায়, বৃহস্পতিবার (৮ আগষ্ট) রাতে বেশ কয়েকটি মোটরসাইকেলে করে ২০/২৫জনের সশস্ত্র দুর্বৃত্ত দল তাদের বাড়ীতে ঢুকে হামলা ও ভাংচুর চালায়। এ সময় মুক্তিযোদ্ধা মান্নান সরদারের ছেলে জসিম উদ্দিন সরদারের শিশু কণ্যার গলায় ছুরি ধরে লুটপাট চালায় দুর্বৃত্তরা। হামলাকারীরা বিভিন্ন মালামাল লুটে নেয়ার পাশাপাশি ভাংচুর করে কয়েক লাখ টাকা ক্ষতিসাধন করে। পরে লুটপাটের খবর পেয়ে গ্রামবাসী ছুটে আসতেই পালিয়ে যান দুর্বৃত্তরা। 

 

ভুক্তভোগী পরিবারের সদস্য স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগ নেতা (সভাপতি) ও সাবেক ইউপি মেম্বর জসিম উদ্দিন সরদার বলেন, আমাকে হত্যার উদ্দেশ্যেই অস্ত্রধারীরা আমার বাড়ীতে হামলা চালায়। আর আমার সন্তানের গলায় ছুরি ধরে লুটপাট করে সব নিয়ে গেছে, ভেঙ্গেচুরে তছনছ করেছে পুরো বাড়ীঘর। আমার বাবা ও দুই চাচা মুক্তিযোদ্ধা। আজ মুক্তিযোদ্ধা পরিবার হয়ে আমরা দুর্বৃত্তদের হামলা, ভাংচুর ও লুটপাটের শিকার হচ্ছি। আমরা এর সুষ্ঠু বিচার চাই। 

 

এদিকে গত কয়েকদিন ধরেই এখানকার বেশ কয়েকটি চিংড়ি ঘেরে লুটপাট ও দখল করে নিয়েছে দুর্বৃত্তরা। এতে আতংকিত হয়ে পড়েছে এখানকার ঘের মালিকেরা। 




সবচেয়ে জনপ্রিয়