সাভারে মোবাইল চুরি ঘটনায় নিয়ে দু পক্ষের সংঘর্ষে এক তরুণকে কুপিয়ে হত্যার খবর পাওয়া গেছে। এ ঘটনায় গুরুতর আহত তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
মঙ্গলবার (২৯ আগস্ট) বিকাল ৪ টার দিকে সাভারের আড়াপাড়া এলাকায় এ হামলার ঘটনা ঘটে। পরে গুরুতর আহত আকাশ মৃধা (২২) নামে এক জনকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
প্রাথমিকভাবে জানা গেছে নিহত আকাশ (২২) কুষ্টিয়ার কুমারখালী থানার শেখপাড়া গ্রামের আব্দুল হালীম মৃধার ছেলে। বর্তমানে সাভারে আড়াপাড়ায় পরিবারসহ বসবাস করে ও পেশায় বাসের হেলপার।
পুলিশ ও স্থানীয়রা জানায়, গত রাতে একটি অনুষ্ঠানে মোবাইল চুরিকে কেন্দ্র করে দুই পক্ষের মারামারি হয় ও পুলিশও ঘটনাস্থলে আসে। নিজেরা সমাধানের আশ্বাস দিলে পুলিশ চলে আসে। পরে আজ বিকালে সেই ঘটনা নিয়ে আবার দুই পক্ষের সংঘর্ষ হয়। অনুষ্ঠানে আকাশ নামে এক যুবকের মোবাই চুরি হয়। পরে শান্ত নামে একজনকে সন্দেহ করে দুই পক্ষের মারামারি হয়। শান্তের পক্ষ হয়ে মামুন ও শুভসহ বেশ কয়েকজন মিলে আকাশ ও তার লোকজনের ওপর হামলা করে।
এনাম মেডিকেল কলেজ হাসপাতালের ডিউটি ম্যানেজার ইউসুফ আলী বলেন, আকাশ নামে একজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে সাড়ে ৪ টার দিকে।
সাভার মডেল থানার এসআই মো. জহুরুল ইসলাম বলেন, শুনেছি গতকাল রাতে কোন এক অনুষ্ঠানে মোবাইল চুরি নিয়ে দুইপক্ষের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। খবর পেয়ে নিহত আকাশের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহত অবস্থায় কয়েকজন চিকিৎসাধীন রয়েছে। তবে তাদের পরিচয় নিশ্চিত হতে পারেনি। তবে এঘটনায় এখনো কাউকে আটক করা সম্ভব হয়নি।