ঢাকা, শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ই আশ্বিন ১৪৩১
উপজেলা আ.লীগের সম্মেলন সফল করতে

মোহনগঞ্জে আর্নিক খানের নেতৃত্বে বিশাল মিছিল

নেত্রকোনা প্রতিনিধিঃ | প্রকাশের সময় : সোমবার ১৭ অক্টোবর ২০২২ ১২:৩১:০০ অপরাহ্ন | দেশের খবর
আগামী ২০ অক্টোবর নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনকে সফল করতে রেজুয়ান আলী খান আর্নিকের নেতৃত্বে বিশাল মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রোববার বিকেল সাড়ে চারটার দিকে মোহনগঞ্জ পৌরশহরের বসুন্ধরা মোড় এলাকার আর্ণিক টাওয়ারের সামনে থেকে প্রায় সহস্রাধিক নেতাকর্মীর অংশগ্রহণে একটি বিশাল মিছিল বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে তারা পুনরায় আর্নিক টাওয়ারের সামনে এসে এক আলোচনা সভায় মিলিত হয়। 
এরআগে এ কর্মসূচিকে সফল করতে রোববার সকাল থেকেই উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মীরা পৃথক পৃথক মিছিল নিয়ে এসে আর্নিক টাওয়ারের সামনে জড়ো হতে থাকেন।
 
আলোচনা সভায় বক্তৃতা রাখেন, সম্মেলনে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী ও সাবেক ছাত্রলীগ নেতা এবং বর্তমান কেন্দ্রীয়  আওয়ামী মৎস্যজীবী লীগের সাংগঠনিক সম্পাদক রেজুয়ান আলী খান আর্নিক। এছাড়াও  অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক সারোয়ার হোসেন নয়ন,  উপজেলা কৃষকলীগের যুগ্ন আহবায়ক কাজল তালুকদার, ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি লিটন তালুকদার, গাগলাজুর ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ চৌধুরী দোলন, বড়কাশিয়া-বিরামপুর ইউনিয়ন আওয়ামীলীগে সাংগঠনিক সম্পাদক সৈয়দ বেনুয়ার চৌধুরী, সাবেক উপজেলা যুবলীগ নেতা হায়দার আলী, রুবেল চৌধুরী, যুবলীগ নেতা আ. হক, জেলা মৎস্যজীবীলীগ নেতা সাইদুজ্জামান সাইদুর, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক গোলাম আজাদ পুলক, পৌর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মাসুম আহম্মেদ, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন,  গাগলাজুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি দৌহিদুজ্জামান, ছাত্রলীগ নেতা প্লাবনসহ আরো অনেকেই। 
 
বক্তারা বলেন, দীর্ঘদিন যাবত আমাদের দলীয় সরকার ক্ষমতায় থাকা অবস্থায়ও তৃণমূল থেকে শুরু করে উপজেলা আওয়ামী লীগের ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীরা দলীয়ভাবে কোন মূল্যায়ন পাচ্ছেন না। তাই আজ সময় এসেছে নতুন নেতৃত্বের হাতে দলের দায়িত্ব দেওয়ার। তাই  আমাদের কর্মীবান্ধব নেতা ও তারুণ্যের অহংকার রেজুয়ান আলী খান আর্নিককে আগামী ২০ অক্টোবর সম্মেলনে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করবেন বলে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি আমরা জোর দাবি জানাচ্ছি।