ঢাকা, সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১১ই অগ্রহায়ণ ১৪৩১

ময়মনসিংহে বাবার বাইকে চড়ে পরীক্ষা দিতে গিয়ে বাস চাপায় প্রাণ গেল বিসিএস পরীক্ষার্থীর

এম ইদ্রিছ আলী, ময়মনসিংহ | প্রকাশের সময় : শুক্রবার ২৭ মে ২০২২ ১১:২৫:০০ অপরাহ্ন | জাতীয়

বাবার মোটরসাইকেলের পেছনে চড়ে বিসিএস পরীক্ষা দিতে কেন্দ্রে যাবার পথে চলন্ত বাসের নিচে পিষ্ট হয়ে প্রাণ হারিয়েছেন পিংকী রানী বর্মণ (২৫) নামের এক বিসিএস পরীক্ষার্থী। এই ঘটনায় আহত হয়েছেন তার বাবা। শুক্রবার (২৭ মে) সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চুরখাই এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  

নিহত পিংকী রাণী বর্মণ গাজীপুর সদরের মির্জাপুর ইউনিয়নের তালতলী গ্রামের নারায়ণ চন্দ্র বর্মণের মেয়ে। সে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের থেকে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করে এবার বিসিএস শিক্ষার্থী ছিল। 

ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ শাহ কামাল আকন্দ বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতের পরিবারের বরাত দিয়ে তিনি জানান, নিহত পিংকীর পরীক্ষা কেন্দ্র ময়মনসিংহের আনন্দ মোহন কলেজ হওয়ায় জেলার ভালুকায় তার নানার বাড়িতে থেকে বিসিএস পরীক্ষার প্রস্তুতি নেয়। শুক্রবার দিন ভোরে বাবা নারায়ণ চন্দ্র বর্মণ গাজীপুর থেকে মোটরসাইকেল যোগে ভালুকার নানাবাড়িতে আসেন। সেখান থেকে পিংকীকে মোটরসাইকেলে করে পরীক্ষায় অংশ নেওয়ার উদ্দেশ্যে ময়মনসিংহে আসার পথে চুরখাই এলাকায় পেছন থেকে একটি ড্রাম ট্রাক তাদের ধাক্কা দেয়। এতে পিংকী মোটরসাইকেল থেকে পড়ে যায়। এমন সময় ময়মনসিংহগামী অপর একটি বাস পেছন পিংকীকে পিষ্ট করে চলে যায়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় পিংকীকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

ওসি শাহ কামাল আকন্দ আরও জানান, এই ঘটনার পর ড্রাম ট্রাকটি জব্দ করা সম্ভব হলেও চালক পারিয়ে গেছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।