ঢাকা, শুক্রবার ২৯ নভেম্বর ২০২৪, ১৪ই অগ্রহায়ণ ১৪৩১

ময়মনসিংহে বিজিবি কর্তৃক জব্ধকৃত বিপুল পরিমান মাদকদ্রব্য ধ্বংস

ময়মনসিংহ ব্যুরো : | প্রকাশের সময় : সোমবার ৮ অগাস্ট ২০২২ ০৭:৪১:০০ অপরাহ্ন | দেশের খবর

ময়মনসিংহে বিজিবি ৩৯ ব্যাটালিয়ন কর্তৃক বিভিন্ন সময় অভিযান চালিয়ে জব্দ করা বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে। ধ্বংস করা মাদকদ্রব্যের মধ্যে বিদেশি মদ, ভারতীয় গাঁজা, ভারতীয় ফেনসিডিল ও ইয়াবা রয়েছে।

সোমবার বেলা ১১টার দিকে আনুষ্ঠানিকভাবে বিজিবি জেলা মাল্টিপারপাস শেড সংলগ্ন মাঠে উর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে এসব মাদক ধ্বংস করা হয়।

ধ্বংস করা মাদকদ্রব্যের আনুমানিক বাজার মূল্য প্রায় ৮৩ লাখ টাকা বলে বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে।

 

এসব মাদকদ্রব্য ধ্বংস অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিবি ময়মনসিংহ সেক্টর সদর দপ্তরের উপমহাপরিচালক কর্নেল মোঃ মাহমুদুর রহমান। বিশেষ অতিথি ও অন্যান্যের মধ্যে ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ বিজিবির পরিচালক লে. কর্ণেল মোঃ তৌহিদ মাহমুদ, মেজর গাজী মুহাম্মদ সালাহ উদ্দিন, জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মো. হাফিজুর রহমান, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ খোরশিদ আলমসহ সংশ্লিষ্ট বিভাগের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

কর্নেল মো. মাহমুদুর রহমান বলেন, গত কয়েক বছরে ময়মনসিংহ ও শেরপুর জেলার সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে প্রায় ৮৩ লাখ টাকার মাদক জব্দ করা হয়। এগুলো এখানে ধ্বংস করা হয়েছে।