ঢাকা, শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ই বৈশাখ ১৪৩১
দিগপাইত শামছুল হক ডিগ্রি কলেজে

যথাযথ মর্যাদায় ঐতিহাসিক ৭ মার্চ ভাষণ দিবস পালিত

কামরুল হাসান, জামালপুর : | প্রকাশের সময় : বৃহস্পতিবার ৭ মার্চ ২০২৪ ০৪:৫০:০০ অপরাহ্ন | দেশের খবর

জামালপুর সদর উপজেলার দিগপাইত শামছুল হক ডিগ্রি কলেজে ৭ মার্চ ঐতিহাসিক ভাষণ দিবস যথাযথ মর্যাদায় পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে কলেজ কর্তৃপক্ষ নানা কর্মসূচি হাতে নেয়। সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। গভর্নিং বডির সভাপতি অধ্যাপক আব্দুল হামিদের নেতৃত্বে কলেজ শহীদ মিনার বেদীতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। অতঃপর অধ্যক্ষ মহির উদ্দিন তালুকদারের সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে গভর্নিং বডির সভাপতি ও সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক আব্দুল হামিদ প্রধান অতিথি হিসেবে দিবসটির তাৎপর্য ও গুরুত্ব তুলে ধরে জ্ঞানগর্ভ বক্তব্য দেন। উল্লেখ্য, অনুষ্ঠান চলাকালীন মাইকে জাতীয় সংগীত, ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ ও দেশাত্ববোধক গান চলছিল। সবশেষে জাতির জনকের আত্মার মাগফেরাত কামনায় দু’আ করা হয়। এসময় গভর্নিং বডির সদস্য, শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। 

 

কামরুল হাসান

০১৯১৪৭৩৫৮৪২

৭ মার্চ ২০২৪