ঢাকা, সোমবার ৩ ফেব্রুয়ারী ২০২৫, ২০শে মাঘ ১৪৩১

যশোরে ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার

মারুফ কবীর, যশোর | প্রকাশের সময় : রবিবার ১৯ জানুয়ারী ২০২৫ ০২:৩০:০০ অপরাহ্ন | দেশের খবর

যশোরের চৌগাছা উপজেলায় সোহাগ হোসেন রকি (২২) নামে এক ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১৯ জানুয়ারি) রাতে পাচনামনা গ্রাম সংলগ্ন বুড়িগাংয়ের কচুরিপানার মধ্যে থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

মৃত রকি উপজেলার পুড়াহদা গ্রামের লিয়াকত হোসেনের ছেলে। 

চৌগাছা থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন বলেন, রকি হত্যার ঘটনায় ৩ জনকে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে। মূল রহস্য খুব শিগগিরই বেরিয়ে আসবে।

এদিকে পুলিশ ও নিহতের পরিবার জানিয়েছে, গত বৃহস্পতিবার রাত ৯টার দিকে চৌগাছা ভাস্কর্যের মোড় থেকে চৌগাছা-সলুয়া রোডে গেলে সিংহঝুলী থেকে তার ফোন বন্ধ হয়ে যায়। এরপর থেকে সোহাগ হোসেন রকির সন্ধান মেলেনি।

শনিবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার পাচনামনা গ্রাম সংলগ্ন বুড়িগাংয়ের পাড়ে শুকনা কচুরিপানার নিচ থেকে রকির মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় পাচনামনা গ্রামের সুজন, পুড়াহুদা গ্রামের সোহানুর ও ইছাপুর গ্রামের সজলসহ ৩ জনকে আটক করা হয়।

বায়ান্ন/প্রতিনিধি/পিএইচ