যশোর শহরে ট্রাফিকের দায়িত্ব পালন করছেন ইসলাম ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। মঙ্গলবার (৭ আগস্ট) সকাল থেকে শহরের মণিহার খুলনা বাসস্ট্যান্ড খাজুরা স্ট্যান্ড সহ বিভিন্ন রাস্তার মোড়ে যানজট নিরসনের জন্য তাদের কাজ করতে দেখা গেছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, সড়কে অবস্থান নিয়ে ট্রাফিক নিয়ন্ত্রণ করছেন শিক্ষার্থীরা। কারো হাতে লাঠি, মুখে বাঁশি।
ট্রাফিক পুলিশের মতো ইশারা-ইঙ্গিতের মাধ্যমে গাড়ি চলাচল স্বাভাবিক রাখার চেষ্টা করছেন তারা। এদিকে রাস্তায় পুলিশ প্রশাসনকে দেখা যায়নি। তবে সতর্কতা অবস্থানে দেখা গিছে সেনাবাহিনীদের।
শিক্ষার্থী আজিজুর রহমান, ইমরান হোসেন বলেন সকাল থেকেই ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় কর্মসূচির ঘোষণা মোতাবেক ইসলামী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা শহরে ট্রাফিকের দায়িত্ব পালন করছেন।শিক্ষার্থীরা বলেন, ‘গণ-অভ্যুত্থানের পর থেকে গোটা শহরে কোনো ট্রাফিক পুলিশ নেই। এ অবস্থায় শহরবাসীকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা আমাদের দায়িত্ব। এই দায়িত্ব বোধ থেকে এবং পীর সাহেব চরমোনাই এর নির্দেশে সড়কে যানজট নিয়ন্ত্রণে নেমেছি।
ট্রাফিক পুলিশ সদস্যরা দায়িত্বে না আসা পর্যন্ত এই কাজ চালিয়ে যাব।’পথচারীরা বলেন, ‘আমরা খুবই খুশি। শিক্ষার্থীরা রাস্তায় যানজট নিরসনের জন্য কাজ করছে। এতে আরো বেশি ভালো লাগছে।’ তারা বলেন, নতুন উদ্যোগে, নতুন উদ্যমে দেশটি এগিয়ে যাক।
শহরের রিকশাচালকরা জানান, ছাত্ররা ট্রাফিকের দায়িত্ব পালন করছে, দেখে খুব ভালো লাগছে।
যশোর জেলা ইসলামী আন্দোলনের সভাপতি ইমরান হোসেন এর নেতৃত্বে
এ সময় উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ যশোর জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ আজিজুর রহমান ,দাওয়াহ সম্পাদক আলাউদ্দিন মাহমুদ ,আলিয়া সম্পাদক মোঃ ওসামা ,জেলা সদস্য মোঃ ইমরান হোসাইন, শহর শাখার সাধারণ সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম ,সদস্য মোঃ ইমামুল হাসান, সদস্য মোহাম্মদ নাজমুল হাসান সহ সদর ও শহর শাখার এবং বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীবৃন্দ।