ঢাকা, রবিবার ২৪ নভেম্বর ২০২৪, ১০ই অগ্রহায়ণ ১৪৩১

যশোরে মুক্তিযোদ্ধার উপর হামলাঃ থানায় অভিযোগ

এম.আমিরুল ইসলাম জীবন, যশোর : | প্রকাশের সময় : বৃহস্পতিবার ১৫ অগাস্ট ২০২৪ ০৮:৫৪:০০ অপরাহ্ন | খুলনা

যশোরে ব্যক্তিগত বিরোধের জের ধরে হামলার শিকার হয়েছেন মুক্তিযোদ্ধা আব্দুস সেলিম। অসুস্থ অবস্থায় তিনি যশোর  সিএমএইচের আইসিইউ-তে ভর্তি আছেন। অভিযোগের প্রেক্ষিতে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

গত ৭ আগস্ট সকালে দেশের বিশৃঙ্খল পরিস্থিতির সুযোগ নিয়ে এই হামলায় গুরুতর আঘাত পান তিনি। ঘটনাটি ঘটেছে যশোর শহরের পালবাড়ি এলাকায়। এ ঘটনায় মুক্তিযোদ্ধা আব্দুস সেলিমের ছোট ছেলে আবিদ হাসানও গুরুতর আহত হয়েছেন। 

আহত আবিদ হাসান জানান, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিবেশী মোর্শেদ আলী এবং তার ছেলে মেহেদি মাহিন এই হামলা চালান। তাদের এলোপাথাড়ি আঘাতে মুক্তিযোদ্ধা আব্দুস সেলিম ড্রেনের স্ল্যাবে পড়ে পাজরের দুটি হাড় ভেঙে যায়। ছোট ছেলে আবিদ হাসানও মাথায় আঘাত পান। খবর পেয়ে স্থানীয়রা এসে তাদেরকে হাসপাতালে নেন। এই ঘটনায় যশোর কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

এবিষয়ে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক জানান, আমরা অভিযোগটি পেয়েছি। আইন অনুযায়ী দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে।




সবচেয়ে জনপ্রিয়