রাঙামাটির রাজস্থলী উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত দলীয় নৌকা প্রতীকের বিরুদ্ধে অবস্থান নেওয়ার অভিযোগে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের জেলা কমিটির সদস্যসহ ইউনিয়ন ও ছাত্রলীগের ৬ নেতাকে কারন দর্শানোর নোটিশ দিয়েছেন দল দুটির জেলা পর্যায়ের নেতৃবৃন্দ।
শনিবার (২০ নভেম্বর) সকালে গনমাধ্যমে পাঠানো পৃথক দুটি প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
যাদের নামে কারন দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে তারা হলেন, স্বেচ্ছাসেবক লীগের জেলা কমিটির সদস্য নজরুল ইসলাম, রাজস্থলী উপজেলার সভাপতি অংচাইনু মারমা, সাধারণ সম্পাদক সুরেজ তংচঙ্গ্যা, রাজস্থলী ছাত্রলীগ শাখার সভাপতি অংসুচিং মারমা বিজয়, সাধারন সম্পাদক নয়ন চৌধুরী ও উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়ন শাখার সাধারন সম্পাদক মোঃ শাহেদ হোসেন।
অন্যদিকে রাজস্থলী উপজেলা আওয়ামীলীগ নেতা বিশ্বনাথ চৌধুরী, কামাল উদ্দিন, মংসিং চৌধুরী ও বাংগাল হালিয়া ইউনিয়ন আওয়ামীলীগের মো. আলমগীর হোসেনকে বহিষ্কার করা হয়।