শতবর্ষী বনেদী শিক্ষাপ্রতিষ্ঠান কুমিল্লার বুড়িচং আনন্দ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের মিলনমেলায় পাবলিক সার্ভিস কমিশনের সচিব ড. সানোয়ার জাহান ভুইয়া এবং পল্লী উন্নয়ন ও সমবায় সচিব মো. নজরুল ইসলামকে সংবর্ধনা দেয়া হয়েছে। রাজধানীর বিয়াম মিলনায়তনে শনিবার সন্ধ্যায় এই সংবর্ধনার আয়োজন করা হয়। বিদ্যালয়টির সাবেক দুই শিক্ষার্থী সচিব পদে পদোন্নতি পাওয়ায় এই সংবর্ধনার আয়োজন করা হয়।
এসময় পিএসসির সচিব ড. সানোয়ার জাহান ভুঁইয়া শিক্ষার্থী ও চাকুরিপ্রার্থীদেরকে তদবিরের পেছনে না ঘুরে পরিশ্রম করে যথাযথ প্রস্তুতি নেয়ার আহবান জানান। পল্লী উন্নয়ন ও সমবায় সচিব মো. নজরুল ইসলাম অবৈধ তদবির ও অন্যায় আবদার থেকে পরিবারের সদস্য, আত্মীয় ও পরিচিতদের সতর্ক থাকার হুশিয়ারি উচ্চারণ করেন। তিনি জুলাই বিপ্লবে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন। ২০১৮ সালের কোটা সংস্কার রিটের পিটিশনার সিনিয়র সাংবাদিক মোহাম্মদ আবদুল অদুদ বলেন, ৫৬% কোটার কারণে আমি বিসিএসে বঞ্চিত হয়ে রিট করেছিলাম এবং আন্দোলনে গণজোয়ার সৃষ্টিতে কোটা সংস্কারের পক্ষে দুই শতাধিক রিপোর্ট করেছিলাম। ফলে জুলাই বিপ্লবের মাধ্যমে দেশে আজ একটি ব্যাপক পরিবর্তন এসেছে। অন্য বক্তারাও জুলাই বিপ্লবে রিটের মাধ্যমে কোটা সংস্কার আন্দোলনে সাহসী ভূমিকার কথা তুলে ধরেন।
সাবেক শিক্ষার্থী স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের সাবেক অধ্যাপক ও ক্যান্সাল বিশেষজ্ঞ চিকিৎসক ডা. এম এ হাশেমের সভাপতিত্বে দুই সংবর্ধিত অতিথি ছাড়াও বক্তব্য রাখেন কৃতি পাইলটিয়ান ড. আবদুর রশীদ, কৃষিবিদ ড. মোহাম্মদ মহসীন, কৃষিবিদ ড. রফিকুল ইসলাম, মো. আবদুল হক, প্রকৌশলী আলমগীর হোসেন, এডভোকেট একলাছ উদ্দিন ভুইয়া, আর্কিটেক্ট আমিনুল ইসলাম, মো. খোরশেদ আলম, মো. আসাদুজ্জামান, মো. কামাল হোসেন, মো. শাহীনুল ইসলাম, ডা. মোজাম্মেল হোসেন, কুবির ট্রেজারার ড. মোহাম্মদ সোলায়মান, সরকারের উপসচিব মো. তাজুল ইসলাম ও ঢাবি শিক্ষক জসিম উদ্দিন তানিম প্রমুখ।
চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের ভাইস চেয়ারম্যান মো. আবদুল জলিলের উপস্থাপনায় বিদ্যালয়টির প্রধান শিক্ষক আমিনুল ইসলাম বক্তব্য রাখেন। অনুষ্ঠানে জুলাই বিপ্লবে শহীদ ও স্কুলের মরহুম শিক্ষক-শিক্ষার্থীদের জন্য দোয়া, ব্যাচ অনুযায়ী ফুল দিয়ে শুভেচ্ছা জানানো, সম্মাননা ক্রেস্ট প্রদান, সাংস্কৃতিক পর্ব, র্যাফেল ড্র ও নৈশভোজের আয়োজন করা হয়। সতীর্থদের কাছে পেয়ে সবাই আনন্দময় পরিবেশে সময়টি উদযাপন করেছেন।
বায়ান্ন/এসবি