ঢাকা, রবিবার ৯ ফেব্রুয়ারী ২০২৫, ২৬শে মাঘ ১৪৩১

রাজশাহীতে ধর্মীয় উৎসবের মধ্য দিয়ে বড়দিন পালিত

আবু সালেহ মো. ফাত্তাহ, রাজশাহী | প্রকাশের সময় : বুধবার ২৫ ডিসেম্বর ২০২৪ ০২:২১:০০ অপরাহ্ন | দেশের খবর
ছবি: সংগৃহীত

রাজশাহীতে খ্রিস্টান ধর্মাবলম্বীরা আজ উদযাপন করছে তাদের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন। এ উপলক্ষে মহানগরীর বাগানপাড়া উত্তম মেষপালক ক্যাথিড্রাল ধর্মপল্লীতে সকাল ৮টায় দুটি প্রার্থনা অনুষ্ঠিত হয়। প্রার্থনা সভা পরিচালনা করেন ফাদার ফাবিয়ান মার্ডি। 

বড়দিনের উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে রাজশাহীর গির্জাগুলো এবং খ্রিস্টান পল্লীগুলোতে। শহরের বিভিন্ন গির্জায় বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়। কিছু গির্জায় দুটি দফায় প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে, যেখানে বাইবেলের বাণী পাঠ, ধর্মীয় গান পরিবেশন এবং মোমবাতি প্রজ্বালনের মাধ্যমে সারা দিনটিকে বিশেষভাবে উদযাপন করা হয়। গির্জাগুলোও সাজানো হয়েছে রঙিন বাতির সাথে, যা উৎসবের পরিবেশকে আরো উজ্জ্বল করেছে।

দিনভর বড়দিনের বিভিন্ন আয়োজনে মেতে ওঠেন খ্রিস্টান ধর্মাবলম্বীরা। প্রথম প্রার্থনা শেষে একে অপরের সঙ্গে কুশল বিনিময় করেন এবং শুভেচ্ছা জানান। পরিবারের সবাই মিলিত হয়ে বড়দিনের কেক কাটেন এবং আনন্দে উল্লাসে উৎসব পালন করেন।

ফাদার লিটন কস্তা জানান, এবারের বড়দিনের মূল উদ্দেশ্য হলো মানুষের মধ্যে ভেদাভেদ কমিয়ে শান্তির বার্তা পৌঁছানো এবং মানবতার কল্যাণে যিশু খ্রিস্টের শান্তির বাণী ছড়িয়ে দেওয়া।

এবারের বড়দিন উৎসবকে কেন্দ্র করে খ্রিস্টান সম্প্রদায়ের মধ্যে এক বিশেষ ধরনের ঐক্য এবং মানবিক মূল্যবোধের অনুভূতি সৃষ্টির লক্ষ্যে দিনটি উদযাপিত হচ্ছে।