ঢাকা, বুধবার ২৭ নভেম্বর ২০২৪, ১৩ই অগ্রহায়ণ ১৪৩১

রায়পুরায় ফ্রিল্যান্সিং এ উদ্ধুদ্ধকরণ ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

নরসিংদী প্রতিনিধি: | প্রকাশের সময় : শুক্রবার ১৩ মে ২০২২ ০৩:২৫:০০ অপরাহ্ন | দেশের খবর

‘বেকারত্বের অভিশাপমুক্ত সমৃদ্ধ রায়পুরা গড়ার প্রত্যয়ে’ রায়পুরার যুবসমাজকে ফ্রিল্যান্সিং এ উদ্ধুদ্ধকরণ ও ঈদ পুনর্মিলনী নরসিংদীর রায়পুরা সরকারী কলেজ মিলনায়তনে শুক্রবার অনুষ্ঠিত হয়।

ফ্রিল্যান্সিং গুরু ফ্রিল্যান্সিং ফ্যাক্টরী নরসিংদী’র প্রতিষ্ঠাতা ব্যবস্থাপনা পরিচালক (সিইও) সাইরি বিন সুলতানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন রায়পুরা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সাজ্জাত হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়পুরা থানার অফিসার ইনচার্জ মো. আজিজুর রহমান, পুলিশ পরিদর্শক (অপারেশন) আতাউর রহমান, রায়পুরা প্রেসক্লাবের সভাপতি মো. মোস্তফা খান, রায়পুরা সরকারী কলেজের প্রভাষক আমিনুল ইসলাম, ফ্রিল্যান্সিং গুরু ফ্রিল্যান্সিং ফ্যাক্টরী রায়পুরা শাখার কাউন্সিলর সাইফুল ইসলাম পলাশ, ভার্চুয়াল এসিষ্ট্যান্ড ও সহযোগি উদ্যোক্তা কামাল হোসেন, ওয়েব ম্যানেজার ও সহযোগি উদ্যোক্তা রায়হান আহমেদ প্রমূখ।

এসময় বক্তাগণ সংশ্লিস্ট বিষয়ের উদ্যোক্তাদের সফলতা কামনা করেন।