ঢাকা, বুধবার ১ জানুয়ারী ২০২৫, ১৮ই পৌষ ১৪৩১

রায়পুরে ইউএনও’র বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

এম আর সুমন, রায়পুর | প্রকাশের সময় : রবিবার ২৯ ডিসেম্বর ২০২৪ ০৩:৩৭:০০ অপরাহ্ন | দেশের খবর

লক্ষ্মীপুরের রায়পুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইমরান খানের বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 

রোববার (২৯ ডিসেম্বর) সকাল ১০টায় রায়পুর লক্ষীপুর অঞ্চলিক মহাসড়কে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এই মানববন্ধনে অংশ নেন। প্রায় ৩ ঘন্টা এ মানববন্ধনে মহাসড়কের দু'পাশে দুই থেকে তিন কিলোমিটার যানজট সৃষ্টি হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, ইউএনও মো. ইমরান হোসেন তার দায়িত্ব পালনকালে সততা, দক্ষতা এবং মানবিক আচরণের মাধ্যমে উপজেলার মানুষের মন জয় করেছেন। তার নেতৃত্বে রায়পুরে উন্নয়ন কার্যক্রমে গতিশীলতা এসেছে। বিশেষ করে শিক্ষাপ্রতিষ্ঠান উন্নয়ন, ভূমি ব্যবস্থাপনা, সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়ন ও দুর্নীতির বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণে তার ভূমিকা প্রশংসনীয়।

তারা আরও বলেন, হঠাৎ করে তার বদলির আদেশ রায়পুরবাসীর জন্য হতাশার। তাই তারা সরকারের প্রতি আহ্বান জানান, ইউএনও’র বদলির আদেশ দ্রুত প্রত্যাহার করা হোক।

এ সময় মানববন্ধনে স্থানীয় ছাত্র প্রতিনিধি, শিক্ষক, ব্যবসায়ী ও সাধারণ মানুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার শতাধিক ব্যক্তি উপস্থিত ছিলেন। বক্তারা ইউএনও’র অবদানের কথা তুলে ধরে তাকে রায়পুরে আরও কিছুদিন রাখার দাবি জানান।

উল্লেখ্য, গত শনিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে ইউএনও মো. ইমরান খানের বদলির আদেশ জারি করা হয়, যা নিয়ে স্থানীয় জনগণের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।

বায়ান্ন/প্রতিনিধি/পিএইচ