ঢাকা, বুধবার ১২ ফেব্রুয়ারী ২০২৫, ৩০শে মাঘ ১৪৩১

রূপগঞ্জে তিতাসের উচ্ছেদ অভিযান

সাইদুর রহমান, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) | প্রকাশের সময় : বৃহস্পতিবার ১৯ ডিসেম্বর ২০২৪ ০৫:৪৮:০০ অপরাহ্ন | দেশের খবর

নারায়ণগঞ্জের রূপগঞ্জে তিন কিলোমিটার ব্যাপী প্রায় দেড় হাজার অবৈধ আবাসিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (১৯-ডিসেম্বর) দুপুর থেকে বিকেল পর্যন্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট রাহাত উজ জামানের নেতৃত্বে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের আধুরিয়া ও মৈষটেক এলাকায় এ উচ্চেদ  অভিযান পরিচালনা করা হয়। এসময় ২ ইঞ্চি ও ১ ইঞ্চি ডায়া বিশিষ্ট সাতশ ফিট পাইপ জব্দ করা হয়।

উচ্ছেদ অভিযানে আরো উপস্থিত ছিলেন তিতাস গ্যাস সোনারগাঁও আঞ্চলিক বিপনন বিভাগের উপ-মহাব্যবস্থাপক প্রকৌশলী মো. জাহাংগীর আলম, ব্যবস্থাপক প্রকৌশলী সৈয়দ আনোয়ারুল আজিম, প্রকৌশলী সৈয়দ তাফহিম, উপ-সহ: প্রকৌশলী শাহীনুজ্জামান সহ অন্যান্য কর্মকর্তা ও পুলিশ বাহিনীর সদস্যবৃন্দ প্রমুখ।

বায়ান্ন/প্রতিনিধি/পিএইচ