ঢাকা, শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪, ৪ঠা আশ্বিন ১৪৩১

শরণখোলায় জামায়াতে ইসলামীর সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা

মোঃ নাজমুল ইসলাম সবুজ, শরণখোলা (বাগেরহাট) : | প্রকাশের সময় : বৃহস্পতিবার ২২ অগাস্ট ২০২৪ ০৩:১৭:০০ অপরাহ্ন | খুলনা

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাথে শরণখোলা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে বর্তমান দেশের পরিস্থিতি নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বুধবার সন্ধ্যা শরণখোলা প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় বাংলাদেশ জামায়াতে ইসলামী শরণখোলা উপজেলা আমীর সহকারী অধ্যাপক মাও. রফিকুল ইসলাম কবির, নায়েবে আমীর মাওলানা মোস্তফা আমীন বক্তব্য রাখেন। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন শরণখোলা উপজেলা প্রেসক্লাবের সভাপতি দৈনিক মানবজমিন পত্রিকার সাংবাদিক সিনিয়র প্রভাষক আব্দুল মালেক রেজা।
উপজেলা আমীর তার বক্তব্যে বলেন, ১৭ বছর পর আজ মুক্ত দেশে কথা বলার সুযোগ পেয়েছি। এখন সুখী সমৃদ্ধ দেশ গড়তে কাজ করে যেত চাই। তিনি বলেন, কিছু অনাকাংখিত ঘটনা ঘটছে, এধরণের কাজ বন্ধে জামায়াতের উপজেলা ইউনিয়ন নেতৃবৃন্দ দিনরাত কাজ করে যাচ্ছে। জামায়াতের নেতা কর্মীরা মনে করে দেশে কোন সংখ্যা লঘু নেই সবাই বাংলাদেশী। তিনি বৈষম্য বিরোধী আন্দোলনে শহিদদের আত্মার শান্তি কামনা করে আন্দোলনে অংশগ্রহণকারী আহতদের চিকিৎসার ব্যবস্থার প্রতি গুরুত্ব দিয়ে বলেন, দেশকে এগিয়ে নিয়ে যেতে কাজ করবে জামায়াতের নেতা কর্মীরা। ভোটের অধিকার ভাতের অধিকারের জন্য কাউকে যেন কথা বলতে না হয় সে ভাবে কাজ করতে হবে। মত বিনিময় সভায় শরণখোলা উপজেলা প্রেসক্লাবের সদস্য দৈনিক বাংলার দূত পত্রিকার ক্রাইম রিপোর্টার রাজিব হোসেন, দৈনিক যায়যায়দিন পত্রিকার শরণখোলা প্রতিনিধি আবু সালেহ, সাংবাদিক মাছুম বিল্লাহ ও শামীম হাসান সুজন বক্তব্য রাখেন।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জামাত ইসলামের বাংলাদেশ শরণখোলা উপজেলা শাখার সাবেক আমির সূরা সদস্য মাওলানা ওবায়দুল হক, আর কেডিএস বালিকা বিদ্যালয় সিনিয়র মৌলভী ও জামাতের সুরাস সদস্য মাওলানা মনিরুজ্জামান, রায়েন্দা রাজৈর ফাজিল মাদ্রাসা সহকারী অধ্যাপক ও জামাতের সুরা সদস্য মাওলানা জাকির হোসেন, আরকিডিএস বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি এইচএম সেলিম, জামায়েত নেতা মীর মনিরুজ্জামান, নঈম আবু নাঈম, মোঃ নুরুল হাসান, রাজিব হাওলাদার, মোঃ আরিফ বিল্লাহ, মোঃ ফরিদুল ইসলাম,নাজমুল ইসলাম সবুজ, বাংলাদেশ ছাত্রশিবির শরণখোলা উপজেলা শাখার সভাপতি নাদিম আল মাকস, সেক্রেটারি আব্দুল আলিম। সভায় বক্তারা আরও বলেন সাংবাদিকরা জাতির দর্পণ তাদের লেখনীর মাধ্যমে জাতী উপকৃত হবে। সবাইকে দেশ গড়ার কাজে সহযোগিতা করার আহ্বান জানান। এছাড়া বাংলাদেশ জামাতে ইসলামী সকল ভালো কাজে উপজেলা প্রেসক্লাবকে সহযোগিতা করার আশ্বাস দেন।