ঢাকা, বুধবার ১৯ ফেব্রুয়ারী ২০২৫, ৭ই ফাল্গুন ১৪৩১

শহিদ সার্জেন্ট জহুরুল হকের ৫৬তম শাহাদাতবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক | প্রকাশের সময় : শনিবার ১৫ ফেব্রুয়ারী ২০২৫ ০১:১৮:০০ অপরাহ্ন | জাতীয়
আইএসপিআর

বাংলাদেশের মুক্তিসংগ্রামের এক অনন্য সাহসী সৈনিক শহিদ সার্জেন্ট জহুরুল হকের ৫৬তম শাহাদাতবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালন করেছে বাংলাদেশ বিমান বাহিনী। ১৫ ফেব্রুয়ারি ২০২৫, শনিবার, চট্টগ্রামের বিমান বাহিনী ঘাঁটি জহুরুল হক-এ আয়োজিত বিভিন্ন কর্মসূচির মাধ্যমে তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।

১৯৬৯ সালের এই দিনে, আগরতলা ষড়যন্ত্র মামলায় আটক থাকা অবস্থায় পাকিস্তানি সেনাদের গুলিতে নির্মমভাবে শহিদ হন সার্জেন্ট জহুরুল হক। স্বাধীনতার জন্য আত্মত্যাগী এই বীর বাঙালি তৎকালীন পাকিস্তান বিমান বাহিনীর একজন সৎ, সাহসী এবং আদর্শবাদী সেনাসদস্য ছিলেন। ১৯৬৭ সালের ডিসেম্বরে মিথ্যা অভিযোগে তাঁকে গ্রেপ্তার করে প্রথমে ঢাকা কেন্দ্রীয় কারাগারে, পরে এয়ারফোর্স অ্যাক্ট অনুযায়ী ঢাকা সেনানিবাসে বন্দি রাখা হয়।

১৯৬৯ সালের উত্তাল গণ-অভ্যুত্থানে যখন স্বৈরশাসক আইয়ুব খান আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহারে বাধ্য হন, ঠিক তার আগের দিন ১৫ ফেব্রুয়ারি সার্জেন্ট জহুরুল হককে নির্মমভাবে হত্যা করা হয়। তাঁর আত্মত্যাগ ও দেশপ্রেম জাতিকে স্বাধীনতার পথ দেখিয়েছিল।

শহিদ সার্জেন্ট জহুরুল হকের অবদান স্মরণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি আবাসিক হলের নামকরণ করা হয়েছে 'সার্জেন্ট জহুরুল হক হল'। এছাড়াও, ১৯৮২ সালে চট্টগ্রামে বিমান বাহিনীর ঘাঁটিকে তাঁর নামে ‘বিমান বাহিনী ঘাঁটি জহুরুল হক’ হিসেবে নামকরণ করা হয়। ২০১৮ সালে তাঁকে বাংলাদেশ সরকারের সর্বোচ্চ বেসামরিক সম্মান ‘স্বাধীনতা পদক’ প্রদান করা হয়।

শাহাদাতবার্ষিকী উপলক্ষে চট্টগ্রামের বিমান বাহিনী ঘাঁটি জহুরুল হকের কেন্দ্রীয় মসজিদে বাদ ফজর মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। মিলাদ শেষে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং দেশের শান্তি ও সমৃদ্ধির জন্য বিশেষ মোনাজাত করা হয়।

উক্ত আয়োজনে উপস্থিত ছিলেন ঘাঁটির এয়ার অধিনায়ক এয়ার ভাইস মার্শাল হায়দার আব্দুল্লাহ, জিইউপি, এনডিসি, এফএডব্লিউসি, পিএসসি সহ বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, বিমানসেনা ও অন্যান্য পদবীর সদস্যগণ।

শহিদ সার্জেন্ট জহুরুল হকের আত্মত্যাগের চেতনা আগামী প্রজন্মের জন্য অনুপ্রেরণার বাতিঘর হয়ে থাকবে। তাঁর দেশপ্রেম, সাহস ও আত্মদানের স্মৃতি চিরস্মরণীয় হয়ে থাকবে জাতির হৃদয়ে।

বায়ান্ন/এএস/পিএইচ