ঢাকা, বুধবার ২৫ ডিসেম্বর ২০২৪, ১১ই পৌষ ১৪৩১

শান্তিগঞ্জে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস প্রেসক্লাব নেতৃবৃন্দের পুষ্পস্তবক অর্পণ

কাজী জমিরুল ইসলাম মমতাজ, সুনামগঞ্জ : | প্রকাশের সময় : বুধবার ২১ ফেব্রুয়ারী ২০২৪ ০৯:১৮:০০ অপরাহ্ন | সিলেট প্রতিদিন

সারা দেশের ন্যায় যথাযোগ্য মর্যাদায় সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলায় মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেছেন শান্তিগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দরা। 

 

মঙ্গলবার দিবাগত রাত ১২ টা ০১ মিনিটে একুশের প্রথম প্রহরে শান্তিগঞ্জ উপজেলার কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণে করেছে শান্তিগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দ।

এ সময়  উপস্থিত ছিলেন, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কাজী মোহাম্মদ জমিরুল ইসলাম মমতাজ, সাধারণ সম্পাদক সোহেল তালুকদার, সাংগঠনিক সম্পাদক হোসাইন আহমেদ, অর্থ সম্পাদক ইয়াকুব শাহরিয়ার, কার্যনির্বাহী কমিটির সদস্য নাহিদ আহমেদ সহ  প্রেসক্লাব নেতৃবৃন্দরা।