সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের প্রবীণ নেতা, পাগলা উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির প্রাক্তন সভাপতি, চন্দ্রপুর জামে মসজিদের মোতাওয়াল্লী, ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য (মেম্বার) ও বিশিষ্ট শালিস ব্যক্তিত্ব হাজী আবদুল কাদির ওরফে কাদির মেম্বারের (৬৯) জানাযার নামাজ সম্পন্ন হয়েছে। শুক্রবার (১১ মার্চ) জুম্মা’র নামাজের পর পাগলা সরকারি মডেল হাইস্কুল এন্ড কলেজের মাঠে এ জানার নামাজ সম্পন্ন হয়। জানাযার নামাযে ইমামতি করেন মরহুমের ছোট ভাই পশ্চিম পাগলা ইউনিয়নের নিকাহ ও তালাক রেজিস্ট্রার কাজী মো. নূরুল হক।
ইক্বরা আইডিয়াল মাদ্রাসার সাবেক প্রিন্সিপাল মাও. আজিজুর রহমানের পরিচালনায় জানাযার নামাজের পূর্বে শোক প্রকাশ ও মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে বক্তব্য রাখেন- শান্তিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমদ, যুক্তরাজ্য আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক, শান্তিগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি হাজী আবদুল হেকিম, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সুনামগঞ্জ সদর আওয়ামীলীগের সভাপতি হাজী আবুল কালাম, কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি আনছার উদ্দিন, পশ্চিম পাগলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জগলুল হায়দার, সাবেক চেয়ারম্যান রেজাউল আলম নিক্কু, আওয়ামীলীগ নেতা তেরাব আলী ও পাগলা সরকারি মডেল হাইস্কুুল এন্ড কলেজের সিনিয়র সহকারি শিক্ষক মো. শাহ জাহান। জানাযার নামাজ শেষে চন্দ্রপুর জামে মসজিদের সামনের পঞ্চায়েত কবরস্থানে তাহার দাফন সম্পন্ন করা হয়।
উল্লেখ্য, গতকাল (বৃহস্পতিবার, ১০ মার্চ) সন্ধ্যা ৫টা ৫০ মিনিটের সময় বার্ধক্যজনিত কারণে ৬৯ বছর বয়সে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে মৃত্যুবরণ করেন প্রাক্তন মেম্বার আবদুল কাদির। তাঁর মৃত্যুতে বৃহস্পতিবার দিবাগত রাত ১২টায় মরহুমের বাড়িতে গিয়ে শোক প্রকাশ করেছেন পরিকল্পনামন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান এমপি। মৃত্যুকালে স্ত্রী, ৩ছেলে ও ২মেয়ে সহ অসংখ্য গূণগ্রাহী রেখে গেছেন।