ঢাকা, বুধবার ১৩ নভেম্বর ২০২৪, ২৯শে কার্তিক ১৪৩১

শান্তিগঞ্জে খাদ্য শষ্য সংগ্রহ কমিটির সভা অনুষ্ঠিত

কাজী জমিরুল ইসলাম মমতাজ, সুনামগঞ্জ : | প্রকাশের সময় : বৃহস্পতিবার ১২ মে ২০২২ ০৭:২৯:০০ অপরাহ্ন | সিলেট প্রতিদিন

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলা খাদ্য শষ্য সংগ্রহ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১ টায় উপজেলা খাদ্য অধিদপ্তরের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে নির্বাহী অফিসার আনোয়ার উজ জামানের সভাপতিত্বে ও উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ধীরাজ নন্দী চৌধুরীর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান দোলন রানী তালুকদার,উপজেলা সমবায় কর্মকর্তা মাসুদ আহমদ,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহাদাৎ হোসেন ভূঁইয়া,জেলা কৃষকলীগের সদস্য মাসুক মিয়া,শান্তিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ নুরুল হক সহ প্রমুখ। সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয় কৃষি বিভাগ হতে প্রাপ্ত ২ হাজার ১শত ৭০ জন কৃষক তালিকা হতে আগামী জুন মাসের ১৫ তারিখ পর্যন্ত ২ মেঃ টন হারে ১ হাজার ৪ শত ৭১ জন কৃষককে লটারীর মাধ্যমে নির্বাচিত করে ধান সংগ্রহ করা হবে। পরবর্তীতে জুনের ১৫ তারিখের পর যদি খাদ্য গুদামে ধান বিক্রিতে আগ্রহী কৃষকের উপস্থিতি কম হয় সেক্ষেত্রে ২ মেঃ টন এর পরিবর্তে ৩ মেঃ টন ধান সংগ্রহ করে উপজেলার লক্ষ্যমাত্রা করতে হবে। এছাড়া যদি কৃষকদের ধান বিক্রিতে আগ্রহ দেখা যায় সেক্ষেত্রে অতিরিক্ত লক্ষ্যমাত্রার জন্য জেলা প্রশাসক বরাবর চাহিদা পাঠানো হবে।