ঢাকা, বুধবার ২৫ ডিসেম্বর ২০২৪, ১১ই পৌষ ১৪৩১

শান্তিগঞ্জে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

কাজী জমিরুল ইসলাম মমতাজ, সুনামগঞ্জ : | প্রকাশের সময় : বুধবার ২১ ফেব্রুয়ারী ২০২৪ ০৯:২০:০০ অপরাহ্ন | সিলেট প্রতিদিন

সারা দেশের ন্যায় যথাযোগ্য মর্যাদায় সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলায় মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করা হয়েছে।

 

মঙ্গলবার দিবাগত রাত ১২ টা ০১ মিনিটে একুশের প্রথম প্রহরে শান্তিগঞ্জ উপজেলার কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিবসটির কার্যক্রম শুরু হয়।

এ সময় পুষ্পস্তবক অর্পণ করেন, শান্তিগঞ্জ উপজেলা প্রশাসন, শান্তিগঞ্জ থানা পুলিশ প্রশাসন, উপজেলা আওয়ামী লীগ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ফায়ার সার্ভিস, শান্তিগঞ্জ পল্লী বিদ্যুতের সাব স্টেশন, আব্দুল মজিদ কলেজ ও শান্তিগঞ্জ প্রেসক্লাবের নেতৃবৃন্দরা। 

 

পরে বুধবার (২১ শে ফেব্রুয়ারী) সকাল ১০টায় শান্তিগঞ্জ উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।