ঢাকা, শুক্রবার ১৫ নভেম্বর ২০২৪, ১লা অগ্রহায়ণ ১৪৩১

শান্তিগঞ্জে সৈয়দ সাজিদুর রহমান ফারুকের উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান

কাজী জমিরুল ইসলাম মমতাজ, সুনামগঞ্জ : | প্রকাশের সময় : শনিবার ৩০ জুলাই ২০২২ ০৮:২২:০০ অপরাহ্ন | সিলেট প্রতিদিন

যুক্তরাজ্য আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সমাজ সেবক সৈয়দ সাজিদুর রহমান ফারুকের উদ্যোগে, রিলিভার ইউনিয়নের আয়োজনে শান্তিগঞ্জে বন্যার্ত অসহায় দরিদ্র সহস্রাধিক রোগীদেরকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ঔষধ বিতরণ করা হয়েছে। শনিবার সকাল ১১ টায় উপজেলার নোয়াখালী সপ্তগ্রাম উচ্চ বিদ্যালয়ে বিনামূল্যে স্বাস্থ্যসেবার উদ্বোধন করেন যুক্তরাজ্য আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সমাজ সেবক সৈয়দ সাজিদুর রহমান ফারুক। এ সময় উপস্থিত ছিলেন সিলেট মহানগর যুবলীগ নেতা মোশাররফ হোসেন জাকির,নোয়াখালী সপ্তগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিসেন্দু কুমার দাস,বিশিষ্ট ব্যবসায়ী ও যুবলীগ নেতা রুকনুজ্জামান রুকন,  যুবলীগ নেতা পাভেল, জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি কামরুজ্জামান জেরিন, উপজেলা ছাত্রলীগ নেতা ইজহারুজ্জামান। দিনব্যপী বিনামূল্যে চর্ম,এলার্জি,যৌন,চক্ষু, গাইনী,ও প্রসুতি সহ শিশু রোগীদের চিকিৎসাসেবা ব্যবস্থাপত্র ও ঔষধ প্রদান করেন সিলেট উইমেন্স মেডিকেল কলেজ ও হাসপাতালের সহযোগী অধ্যাপক ডাঃ হিমাংশু শেখর দাস, ডাঃ গোলাম আহমদ শরীফ,ডাঃ সৈয়দ তাসনুভ সামি,ডাঃ ইশতিয়াক আহমদ,ডাঃ মোহাম্মদ আনোয়ার হোসেন,ডাঃ শান্তা রানী দাস,ডাঃ মুনমুন পাল,রাগীব রাবেয়া মেডিকেল কলেজের ডাঃ আল আমিন,নর্থ ইষ্ট মেডিকেল কলেজ হাসপাতালের ডাঃ মহি উদ্দিন সাজন সহ ২৪ সদস্যের একটি টিম।

 

যুক্তরাজ্য আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বঙ্গবন্ধু কন্যা শেখ রেহানার নির্দেশে আমি জগন্নাথপুর ও শান্তিগঞ্জের বন্যা দূর্গতদের ত্রাণ সামগ্রী সহ বিনামূল্যে স্বাস্থ্য সেবার ব্যবস্তা করে আর্থ মানবতার সেবায় কাজ করে যাচ্ছি।