ঢাকা, শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ই আশ্বিন ১৪৩১

শান্তিগঞ্জের দরগাপাশা ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

কাজী জমিরুল ইসলাম মমতাজ, সুনামগঞ্জ | প্রকাশের সময় : বৃহস্পতিবার ২২ ডিসেম্বর ২০২২ ০৮:৫৮:০০ অপরাহ্ন | দেশের খবর

 

 
 
 
 
শান্তিগঞ্জ উপজেলার দরগাপাশা ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ২০২২ সালের এস.এস.সি ও দাখিল পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২ টায় দরগাপাশা ইউনিয়ন পরিষদের হলরুমে অত্র ইউনিয়নের চেয়ারম্যান মোঃ সুফি মিয়ার সভাপতিত্বে ও উদ্যোক্তা রাজা আহমদের পরিচালনায় অত্র অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইউপি সচিব মিতালী তালুকদার। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শান্তিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ফারুক আহমদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন আব্দুর রশীদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ শফিকুল ইসলাম, আমরিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার অধ্যক্ষ আবু নছর মোঃ ইব্রাহিম,শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কাজী জমিরুল ইসলাম মমতাজ, সাধারণ সম্পাদক মোঃ নুরুল হক, আমরিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক মোঃ মিজানুর রহমান,ইউপি সদস্য ললিল মোহন দাশ। অনুষ্ঠান পরবর্তী দরগাপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সুফি মিয়ার পক্ষ থেকে দরগাপাশা ইউনিয়নের বিভিন্ন উচ্চ বিদ্যালয় থেকে ২০২২ সালের এস এস সি পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত ৫ জন ও এ গ্রেড প্রাপ্ত ৩৯ জন কৃতি শিক্ষার্থী এবং শিক্ষা সপ্তাহ ২০২২ উপলক্ষে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ অধ্যক্ষ আমরিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার অধ্যক্ষ আবু নছর মোঃ ইব্রাহিম ও উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান আব্দুর রশীদ উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক শেখ শফিকুল ইসলাম এবং উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক আমরিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক মোঃ মিজানুর রহমান,উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ কাব শিক্ষক আক্তাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সত্যেন্দ্র নাথ ও জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষার্থী ফৌজিয়া আবেদীন জুহি এবং বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী কর্মকর্তা নির্বাচিত হওয়ায় শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার উজ জামানকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়েছে। এছাড়া দরগাপাশা ইউনিয়নের বিভিন্ন উচ্চ বিদ্যালয় থেকে ২০২২ সালের এস এস সি পরীক্ষায় উত্তীর্ণ ২ শত ১১ জন শিক্ষার্থীকে ফুলের শুভেচ্ছা প্রদান করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন অত্র ইউনিয়নের ওয়ার্ড সদস্য সদস্যা ও এলাকার শিক্ষানুরাগী ব্যক্তিবর্গ সহ প্রমুখ। মেধাবী শিক্ষার্থীদের জন্য প্রতি বছর এ ধরনের কার্যক্রম চালিয়ে নেওয়ার জন্য ইউপি চেয়ারম্যান মোঃ সুফি মিয়া দেশ বিদেশে অবস্থানরত সকলের সহযোগিতা কামনা করেছেন।