ঢাকা, রবিবার ২২ ডিসেম্বর ২০২৪, ৮ই পৌষ ১৪৩১

শান্তিগঞ্জের দেখার হাওরে ফসল রক্ষা বাঁধের কাজের উদ্বোধন

কাজী জমিরুল ইসলাম মমতাজ, সুনামগঞ্জ: | প্রকাশের সময় : বুধবার ১৫ ডিসেম্বর ২০২১ ০৬:১৭:০০ অপরাহ্ন | সিলেট প্রতিদিন
সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলার দেখার হাওর ও খাই হাওরে সংশোধিত কাাবিটা নীতিমাাল২০১৭ অনুযায়ী ২০২১-২০২২ অর্থ বছরে উপজেলাধীন হাওরের ডুবন্ত বাঁধের ভাঙ্গন বন্ধকরন/মেরামত কাজের (ফসল রক্ষা বাঁধের কাজ) উদ্বোধন করা হয়েছে।
 
 বুধবার (১৫ ডিসেম্বর) দুপুরে উপজেলার দেখার হাওরের পশ্চিম পাড়ে উপজেলা খাদ্য গুদামের পাশে উপজেলা কাবিটা স্কিম প্রণয়ন, বাস্তবায়ন ও মনিটরিং কমিটির আয়োজনে ফসল রক্ষা বাঁধের কাজ উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা কাবিটা স্কিম প্রণয়ন, বাস্তবায়ন ও মনিটরিং কমিটির সভাপতি মো. আনোয়ার উজ জামান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিশদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নুর হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান দুলন রানী তালুকদার, উপজেলা কাবিটা স্কিম প্রণয়ন, বাস্তবায়ন ও মনিটরিং সদস্য সচিব ও পানি উন্নয়ন বোর্ডের উপ সহকারী প্রকৌশলী মো. মাহবুব আলম, উপজেলা কাবিটা স্কিম প্রণয়ন, বাস্তবায়ন ও মনিটরিং কমিটির সদস্য সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আতাউর রহমান, দক্ষিণ সুনামগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ নুরুল হক, সাংগঠনিক সম্পাদক হোসাইন আহমদ, উপজেলা কাবিটা স্কিম প্রণয়ন, বাস্তবায়ন ও মনিটরিং কমিটির সদস্য ও প্রেসক্লাবের অর্থ সম্পাদক সোহেল তালুকদার, জিএম সাজ্জাদুর রহমান, পিআইসি কমিটির সভাপতি ইউপি সদস্য মছকু মিয়া সহ প্রমূখ। 
 
উল্লেখ্য, সংশোধিত কাাবিটা নীতিমাাল২০১৭ অনুযায়ী ২০২১-২০২২ অর্থ বছরে উপজেলাধীন হাওরের ডুবন্ত বাঁধের ভাঙ্গন বন্ধকরন/মেরামত কাজের জন্য প্রথমিক ভাবে সুনামগঞ্জ জেলা কমিটি শান্তিগঞ্জ উপজেলায় ৩ কোটি ৩১ লক্ষ ৫২ হাজার টাকা ব্যয়ে ১৮টি প্রকল্প অনুমোদন করেন। এরই ধারাবাহিকতায় শান্তিগঞ্জ উপজেলায় ১৮টি প্রকল্পের মধ্যে ৫টি প্রকল্পের কাজ উদ্বোধন করা হয়।