বন্যার পানি ঢুকে পড়েছে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। এতে বিপাকে পড়েছেন শিক্ষক ও শিক্ষার্থীরা। ১৯৯৮ সালের পর এবারই শাবি ক্যাম্পাসে প্রথম পানি প্রবেশ করেছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়টির জ্যেষ্ঠ শিক্ষকরা।
এদিকে, শুক্রবার শাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 'চ' ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয় কর্তপক্ষ জানিয়েছে, পানি উঠলেও ভর্তি পরীক্ষা যথাসময়ে অনুষ্ঠিত হবে।
বুধবার থেকে সিলেটে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়। বৃহস্পতিবার তা ভয়ঙ্কর রূপ ধারণ করে। প্রতিমূবূর্তে বাড়ছে পানি। প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। বৃহস্পতিবার বিকেল থেকে শাবি ক্যাম্পাসে পানি ঢুকতে শুরু করে। ইতোমধ্যে তলিয়ে গেছে এই বিশ্ববিবদ্যালয়ের বিভিন্ন সড়ক। তবে এখনও শ্রেনিকক্ষ বা প্রশাসনিক ভবনে পানি উঠেনি।
ক্যাম্পাসে প্রবেশের সড়ক, চেতনা-৭১ এর সামন, একাডেমিক ভবন এ, বি, ডি, ই এর সামনে, ইউনিভার্সিটি সেন্টার, প্রথম ছাত্রী হলের সামনের সড়ক তলিয়ে গেছে পানিতে। অনেক জায়গায় হাঁটু পানিও জমেছে। এতে স্বাভাবিক চলাচল ব্যাহত হয়ে বিপাকে পড়েছেন শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা।
বিশ্ববিদ্যালয়ের প্রথম ছাত্রী হলে বন্যার পানি বাড়ার কারণে হলের খাবার পানির মটর খুলে ফেলা হয়েছে। ফলে হলে খাবার পানি সঙ্কট দেখা দিয়েছে। এছাড়া সন্ধ্যা থেকে বিদ্যুৎও নেই। পানি উঠে যাওয়ায় ক্যাম্পাসে প্রবেশের সড়কে যান চলাচল করছে না। ফলে শিক্ষার্থীরা বাইরে থেকেও পানি নিয়ে আসতে পারছি না।
বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষের শিক্ষার্থী তানভীর রহমান তারেক বলেন, হঠাৎ করে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পানি প্রবেশ করায় চলাচলে সমস্যা হচ্ছে। পানির কারণে প্রধান কয়েকটি সড়ক ডুবে যাওয়ায় স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম বলেন, আমরা হলে প্রভোস্টসহ সকলের সাথে কথা বলেছি। ক্যাম্পাস ও হলের আশেপাশে পানি বাড়ায় পোকামাকড় ও সাপের উপদ্রব বাড়ছে। হলের শিক্ষার্থীদের সতর্ক থাকতে বলেছি।
তিনি হলের শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, রাতে ঘুমানোর সময় দরজা-জানলা ভালোভাবে বন্ধ করে মশারি টাঙ্গিয়ে ঘুমাতে হবে।
এই শিক্ষক বলেন, ১৯৯৮ সালের পর এবার শাবি ক্যাম্পাসে বন্যার পানি প্রবেশ করেছে। বিগত ২২ বছরে এমন পানি আর হয়নি।
শুক্রবারের ভর্তি পরীক্ষা যথাসময়ে হবে জানিয়ে শাবি উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমদ বলেন, শাবিতে মাত্র ৭০ জন পরিক্ষার্থী শুক্রবার সকাল ১০ টায় ঢাবির 'চ' ইউনিটের ভর্তি পরিক্ষায় অংশ গ্রহন করবে৷ ক্যাম্পাসের আইসিটি ভবনের ২য় তলায় পরিক্ষা অনুষ্ঠিত হবে। শাবির গেইট থেকে নিজস্ব বাস দিয়ে সব পরিক্ষার্থীকে পরীক্ষাহলে নিয়ে যাওয়া হবে।
এদিকে বিশ্ববিদ্যালয়ের আবাসিক শাহপরাণ হল, প্রথম ছাত্রী হল, বেগম সিরাজুন্নেসা চৌধুরী হল, ক্যাম্পাসের পাশ্ববর্তী এলাকা তপোবন, সুরমা, নয়াবাজার, টুকেরবাজার, টিলারগাঁওসহ বিভিন্ন এলাকায় বন্যার পানি প্রবেশ করেছে। তাই স্বাভাবিক জীবন যাপনে বাধাঁর সম্মুখীন হচ্ছেন শিক্ষার্থীরা। এতে শঙ্কায় আছেন আবাসিক-অনাবাসিক হলেন শিক্ষার্থীরা।