ঢাকা, রবিবার ১৭ নভেম্বর ২০২৪, ৩রা অগ্রহায়ণ ১৪৩১

শাবিপ্রবিতে ভবনে রং করতে গিয়ে পড়ে আহত শ্রমিকের মৃত্যু

শাবি প্রতিনিধি: | প্রকাশের সময় : বুধবার ১৮ জানুয়ারী ২০২৩ ০৮:২১:০০ অপরাহ্ন | সিলেট প্রতিদিন

 



সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নির্মাণাধীন দোতলা ভবন থেকে পড়ে রংমিস্ত্রির মৃত্যু হয়েছে। নিহত নাঈম আহমেদ (২০) সিলেট সদর উপজেলার ইনাতাবাদ গ্রামের মো. ওয়াতির আলীর ছেলে।

বুধবার সকাল সাড়ে সাতটার দিকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নাঈমের মৃত্যু হয়। এর আগে গত সোমবার দুপুরে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

পুলিশ ও নিহত ব্যক্তির স্বজনদের দেওয়া তথ্যে জানা গেছে, নাঈম শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একটি ভবনে রং দেওয়ার কাজ করছিলেন। এ সময় দোতলা ভবন থেকে পড়ে যান তিনি। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে এবং পরে সেখান থেকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে তাঁর মৃত্যু হয়।

নাঈম আহমেদের চাচা ইমরান আহমেদ বলেন, ভবন থেকে পড়ে যাওয়ার পর নাঈমের মাথা ও চোয়ালে গুরুতর আঘাত লেগে রক্তক্ষরণ হয়। এ ছাড়া হাত ভেঙে যায়।

সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ বক্সের উপপরিদর্শক জুয়েল চৌধুরী মৃত্যুর খবরের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, সকালেই আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।