ঢাকা, বুধবার ২৫ ডিসেম্বর ২০২৪, ১১ই পৌষ ১৪৩১

শায়েস্তাগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৪

হবিগঞ্জ প্রতিনিধি: | প্রকাশের সময় : শনিবার ১২ মার্চ ২০২২ ১২:৫৮:০০ অপরাহ্ন | সিলেট প্রতিদিন

সিলেট-ঢাকা মহাসড়কের হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে দুটি বাস ও ট্রাকের ত্রিমুখি সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২৫ জন।

শুক্রবার রাত সোয়া ১০টার দিকে মহাসড়কের শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


বিষয়টি নিশ্চিত করেছেন শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মইনুল ইসলাম।

তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ। নিহতের সংখ্যা আরও বাড়েতে পারে বলে জানান তিনি।

মইনুল ইসলাম জানান, কুমিল্লা থেকে সিলেটগামী যমুনা পরিবহণের একটি বাসের সাথে সিলেট থেকে ঢাকাগামী একটি পাথরবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঢাকা থেকে সিলেটগামী শ্যামলী পরিবহণের একটি বাসও দূর্ঘটনাকবলিত যমুনা পরিবহণের পেছনে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন। আহত হন অসংখ্য যাত্রী।

আহতদেরকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতাল ও সিলেট উসমানি মেডিকেল কলেজে পাঠানো হয়। এর মধ্যে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসা আরও দুইজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

এদিকে, হবিগঞ্জ সদর হাসপাতালে গিয়ে দেখা যায় আহতদের আর্থনাদ। অনেকেরই পা পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে গেছে। কারও কারও পা কিংবা হাত একেবারে ভেঙে গেছে।