ঢাকা, শুক্রবার ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ই পৌষ ১৪৩১

শিক্ষার্থীদের পরিবহনে অর্ধেক ভাড়া কার্যকর করার দাবিতে মহসিন কলেজ ছাত্রলীগের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক : | প্রকাশের সময় : শনিবার ২০ নভেম্বর ২০২১ ০৮:০৮:০০ অপরাহ্ন | চট্টগ্রাম প্রতিদিন
চট্টগ্রাম মহানগর ছাত্রলীগ এর নির্দেশনায়-গণপরিবহনে শিক্ষার্থীদের জন্যে হাফ(অর্ধেক) ভাড়া কার্যকর করার দাবিতে-মহসিন কলেজ ছাত্রলীগের আহ্বায়ক কাজী নাঈম এর সভাপতিত্বে এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক  মিজানুর রহমান এর সঞ্চালনায় ২০ নভেম্বর(শনিবার) দুপুর ১.৩০ মিনিট এর সময়ে মহসিন কলেজ ছাত্রলীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
মিছিলটি কলেজ ক্যাম্পাস থেকে বের হয়ে কলেজ রোড এবং গণি বেকারি মোড় প্রদক্ষিণ করে আবারও কলেজ ক্যাম্পাসে প্রবেশ করে বিক্ষোভ সমাবেশ এর মাধ্যমে শেষ হয়।সমাবেশে ছাত্রনেতারা বলেন-বাংলাদেশের বিভিন্ন জেলায় কিংবা শহরে এখনো পর্যন্ত শিক্ষার্থীদের জন্য  হাফ ভাড়া চলমান রয়েছে।কিন্তু দুঃখের সাথে বলতে হচ্ছে চট্টগ্রাম এর শিক্ষার্থীরা সেই অধিকার থেকে সম্পূর্ণ বঞ্চিত।
 
অথচ ঢাকার পরে চট্টগ্রাম হলো  দ্বিতীয় বৃহত্তর বাণিজ্যিক রাজধানী।দেশের অর্থনৈতিক সংকট নিরসনে চট্টগ্রামও বিশেষ ভুমিকা পালন করে,আর সেই চট্টগ্রামের মানুষগুলোকেই বিভিন্ন সহযোগিতা থেকে সম্পূর্ণ বঞ্চিত করা হচ্ছে,এইটা সম্পূর্ণ অন্যায় এবং বেআইনি।আর এ নিয়ে বিভিন্ন সময়ে আমরা আন্দোলন করে আসলেও কিছু অসাধু ব্যক্তিদের কারনে তা কার্যকর এবং বাস্তবায়ন হয়নি।তাই আজকের বিক্ষোভ মিছিল ও সমাবেশ থেকে আমরা আবার জোড় দাবি জানাচ্ছি যে।অতি শীঘ্রই চট্টগ্রাম এর শিক্ষর্থীদের জন্যে হাফ ভাড়া কার্যকরের যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হোক।
 
অন্যথায় আমাদের এই আন্দোলন চলমান থাকবে।উপস্থিত ছিলেন-মফিজুর রহমান, রোহান হায়দার জাহেদ, জাহেদুল ইসলাম, মুহাম্মদ  নয়ন, মোশারফ হোসেন টিপু, আরমান, মুহাম্মদ হাসান,  মুহাম্মাদ রিয়াদ, মামুন নুহাশ, মিসবাহ উল হক, ইনজামামুল হক, আরমান হোসেন, সাইদ আব্বাস, মুহাম্মাদ  তাকিব, বোরহান উদ্দীন, জিগারুল ইসলাম, ইসমাম, হৃদয় চক্রবর্তী,  ইমাম হোসেন হৃদয়, শাহরিয়ার নাফিজ, আরিয়ান ইসলাম, তৌহিদুল ইসলাম, মোরশেদুল আলম সাকিব, নিশান সুশীল মুন্না, ইবনে ওমায়ের, মনির, জয় সরকার, আশরাফ,  মুমিনুল ইসলাম রাফি, রায়হান, এনাম, ইমতিয়াজ, ইসমাঈল, জিহাদুল ইসলাম, জাইফ, সাইমন, ইব্রাহীম, আরফাত, মোজাহিদ, জিসান, সাব্বির, সাফায়েত, ফরহাত, হেলাল,  আরমান,  মিনার, রাফসান, সায়াদ।