ঢাকা, বুধবার ১৩ নভেম্বর ২০২৪, ২৯শে কার্তিক ১৪৩১

শিবচরে সাপের কামড়ে গৃহবধুর মৃত্যু

ইমতিয়াজ আহমেদ, শিবচর | প্রকাশের সময় : রবিবার ১০ নভেম্বর ২০২৪ ০৫:১৬:০০ অপরাহ্ন | দেশের খবর
ছবি: সংগৃহীত

মাদারীপুর জেলার শিবচরে বিষধর সাপের কামড়ে খাদিজা ইসলাম (২৬) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

গতকাল শনিবার রাতে উপজেলার পাঁচ্চর ইউনিয়নের হোগলারমাঠ বৈকুণ্ঠপুর গ্রামে এ ঘটনা ঘটে।

জানা গেছে, বৈকুণ্ঠপুর গ্রামের প্রবাসী সিরাজুল ইসলামের স্ত্রী খাদিজা ইসলাম (২৬) শনিবার রাতে প্রকৃতির ডাকে সাড়া দিতে টয়লেটে যান। টয়লেটে প্রবেশের সময় বিষধর সাপটি খাদিজাকে কামড় দেয়। এসময় খাদিজার চিৎকারে পরিবারের লোকজন এসে দেখেন সাপটি দৌড়ে পালিয়ে যাচ্ছে। পরে পরিবারের লোকজন হাসপাতালে না এনে প্রথমে স্থানীয় ওঝাকে দিয়ে বিষ নামানোর চেষ্টা করেন। পরবর্তীতে অবস্থার অবনতি হলে দ্রুত শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেলে অফিসার ডা. আজিজুল হক খান জানান, রাত ১১টায় আমাদের কাছে খাদিজা নামের সাপে কাটা রোগী আসে। হাসপাতালে আনার আগেই ওই গৃহবধূর মৃত্যু হয়েছে।

বায়ান্ন/প্রতিনিধি/একে