বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন এর সভাপতি ইসমত আরা পারভীন শেরপুর পৌরসভাকে করোনা মোকাবেলার জন্য সুরক্ষা সামগ্রী প্রদান করেছেন। ১৯ জানুয়ারি বুধবার সকাল ১০ শেরপুর পৌরসভার সম্মেলন কক্ষে ওইসব করোনা সামগ্রী পৌর মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটনের হাতে তুলে দেওয়া হয়।
সুরক্ষা সামগ্রী প্রদানের সময় সংক্ষিপ্ত আলোচনা সভায় শেরপুর পৌরসভার মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন (বিএনএ) কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সভাপতি ইসমত আরা পারভীন। এছাড়াও অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পৌর প্যানেল মেয়র-১ নজরুল ইসলাম, কাউন্সিলর বৃন্দ, সচিব আবু লায়েছ মোঃ বজলুল করিম, কর্মচারী সংসদের সভাপতি ফারুক আহম্মেদ, সাধারণ সম্পাদক রফিকুজ্জামান ঝন্টুসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
এসময় প্রধান অতিথির বক্তব্যে ইসমত আরা পারভীন বলেন, আমার বাড়ি যেহেতু শেরপুরে; তাই শেরপুরের মানুষের প্রতি আমার দ্বায়বদ্ধতা আছে। আমি যতদিন এই দায়িত্বে থাকবো, ততদিনই শেরপুর পৌরসভা তথা শেরপুর জেলার মানুষের জন্য আমার সংগঠন থেকে যতটুকু করার সম্ভব তা আমি করবো।