ঢাকা, বুধবার ১৩ নভেম্বর ২০২৪, ২৯শে কার্তিক ১৪৩১

শেরপুরে আন্তর্জাতিক গুম দিবস উপলক্ষে বিএনপি’র মানববন্ধন

তারিকুল ইসলাম, শেরপুর প্রতিনিধি: | প্রকাশের সময় : মঙ্গলবার ৩০ অগাস্ট ২০২২ ০৯:০০:০০ অপরাহ্ন | দেশের খবর

আন্তর্জাতিক গুম দিবস উপলক্ষে মানববন্ধন করেছে শেরপুর জেলা বিএনপি। সারা পৃথিবীতে গুমের শিকার ব্যক্তিদের স্মরণে আন্তর্জাতিক ভাবে দিবসটি পালিত হচ্ছে। ৩০ আগষ্ট মঙ্গলবার বিকেলে শহরের নিউমার্কেটে জেলা বিএনপি'র কার্যালয়ের সামনে মানববন্ধনের উদ্বোধন করেন জেলা বিএনপি’র সভাপতি ও সাবেক সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল। 

 

মানববন্ধনে সভাপতির বক্তব্যে মাহমুদুল হক রুবেল বলেন, গুমের শিকার এই পরিবার গুলোর অসহায়ত্বের দায় কে নেবে ? অনেককেই ৯ বছর, ১০ বছর ধরে খুঁজে পাওয়া যাচ্ছে না। তিনি আরও বলেন, এমন দেশ এমন রাষ্ট্র আমরা বানালাম যেখানে আমার সন্তানরা নিখোঁজ হয়ে যায়, তাদের হদিস কেউ খুঁজে পায়না। আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর লোকেরা তাদেরকে তুলে নিয়ে যাবে সরকার তার কোন জবাব দিবেনা। আওয়ামী লীগ সরকার শুধু ক্ষমতায় টিকে থাকার জন্য বেআইনি ভাবে এবং অবৈধ ভাবে গোটা জাতীকে ধংস করে দিচ্ছে।

 

এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বিএনপি নেতা এডভোকেট সিরাজুল ইসলাম, মোখলেছুর রহমান জীবন, এটিএম আমীর হাসান, আতাহার আলী, শফিকুল ইসলাম মাসুদ, ফজলুর রহমান তারা, এমদাদ হাসান মাষ্টার প্রমূখ।

 

উল্লেখ্য, ২০০৬ সালের ২০ ডিসেম্বর গুম হওয়া সব ব্যক্তির জন্য আন্তর্জাতিক সনদ হিসেবে জাতিসংঘের সাধারণ পরিষদ গৃহীত হয়। ২০১০ সালের ডিসেম্বর মাসে ‘ইটারন্যাশনাল কনভেনশন ফর প্রটেকশন অব অল পারসন্স অ্যাগইনস্ট এনফোর্সড ডিসঅ্যাপিয়্যারন্স’ সম্মেলনে আন্তর্জাতিক সনদটি কার্যকর হয়, তাই ৩০ আগস্টকে আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস ঘোষণা করা হয়। পরের বছর থেকে দিবসটিতে গুম হওয়া মানুষগুলোকে স্মরণ এবং সেই সঙ্গে তাদের পরিবারের প্রতি সমবেদনা জানানোর জন্য দিবসটি পালন করা হচ্ছে বিশ্বব্যাপী।