ঝিনাইদহের শৈলকুপায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রমিজ উদ্দিন (১৮) নামে এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১১ জুলাই) বিকাল ৪টার দিকে উপজেলার উমেদপুর ইউনিয়নের রয়েড়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রমিজ উদ্দিন উপজেলার নিত্যান্দনপুর ইউনিয়নের শাহবাজপুর গোড়ামাড়া গ্রামের আকিল উদ্দিনের ছেলে এবং যশোর এমএম কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী।
পুলিশ ও স্থানীয়রা জানান, বিকালে বাড়ি থেকে মোটরসাইকেল চালিয়ে শৈলকুপার উদ্দেশ্যে রওনা হয় রমিজ। পথে রয়েড়া বাজার এলাকায় পৌঁছালে এক বৃদ্ধা হঠাৎ মোটরসাইকেলের সামনে এসে পড়ে। এসময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের গুড়িতে ছিটকে পড়ে চালক রমিজ। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শৈলকুপা থানার অফিসার ইনচার্জ (ওসি) সফিকুল ইসলাম চৌধুরী বলেন, কোনো অভিযোগ না থাকায় নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।